ক্ল্যাম্প মিটার (১.২.৩)

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK
756
756

ক্ল্যাম্প মিটার (Clamp meter)

ক্ল্যাম্প মিটার দিয়ে এ্যাভো মিটারের মতই বৈদ্যুতিক সার্কিটের ভিসি/এসি কারেন্ট, বৈদ্যুতিক ভোন্টেজ ও ওহম বা রোধ পরিমাপ করা হয়। ভোল্টেজ পরিমাপের সময় লোডের চেয়ে বেশি রেঞ্জে রেখে পরিমাণ করতে হয়, এতে মিটার সহজে নষ্ট হয় না।

 

ক্ল্যাম্প মিটার ক্যালিব্রেটিং 

ক) কারেন্ট পরিমাপের সময় ক্ল্যাম্প মিটারে প্রোব লাগানোর প্রয়োজন হয় না। এসি/ডিসি যে কারেন্ট মাপা প্রয়োজন সিলেক্টর নবটি সে অনুসারে এসি অথবা ডিসি কারেন্ট পয়েন্টে সেট করতে হবে।

খ) এবার অন বাটন চাপ দিয়ে মিটারটিকে চালু করতে হবে। 

গ) তারপর হাত দিয়ে চেপে ধরে ক্ল্যাম্পটিকে ফাঁকা করে চিত্র-১.১৭ এর মত আটকে দিলেই প্রবাহিত রিডিং পাওয়া যাবে। 

ঘ) হোল্ড বাটনে চাপদিয়ে রিডিংটি স্থির করে বাইরে এনে দেখা যাবে। 

ঙ) এনালগ মিটারে রোধ এবং ভোল্টেজ ক্যালিব্রেটিং এ্যাডোমিটারের অনুরূপ । (ডিজিটাল মিটার অন করলে রিডিং জন্য দেখায় কিনা দেখতে হবে, তাছাড়া অন্য কোন ক্যালিব্রেটিং এর প্রয়োজন হয় না) 

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion