জরুরি যোগাযোগ

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - আর্কাইভ - বাংলা মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি | - | NCTB BOOK
251
251

জরুরি যোগাযোগ

অনেক সময়ে জরুরি প্রয়োজনে কারো সঙ্গে বা কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হয়। নিচে কিছু জরুরি পরিস্থিতি দেওয়া হলো। এমন পরিস্থিতিতে তুমি বা তোমরা কার সাথে যোগাযোগ করবে তা নিচে লেখো।

জরুরি পরিস্থিতিকার সঙ্গে যোগাযোগ করব
1. তোমার এলাকার কোনো বাড়িতে আগুন লেগেছে। 
2. খেলার মাঠে এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। 
3. ঝড়ের পরে বিদ্যুতের তার রাস্তায় পড়ে আছে। 
4. হারিয়ে যাওয়া কোনো শিশুকে খজেুঁ পাওয়া গেছে। 

 

common.content_added_and_updated_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion