পুরুষ ও স্ত্রী কবুতরের মধ্যে পার্থক্য (১.৫)

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK
427
427

পুরুষ ও স্ত্রী কবুতরের মধ্যে পার্থক্য (Difference between male and female pigeon)

কবুতর চেনার উপায় 

স্ত্রী এবং পুরুষ কবুতর চেনা বেশ কঠিন। তবে দীর্ঘদিন অবলোকনের পর চেনা সহজ হয়। কিছু কিছু বৈশিষ্ট্যের কারণে স্ত্রী এবং পুরুষ কবুতরকে পৃথক করা যায়।

পুরুষ কবুতরস্ত্রী কবুতর

১. তুলনামূলকভাবে আকারে বড়। 

২. কবুতর দেখতে চটপটে এবং চঞ্চল। 

৩. মলদ্বারে উঁচু মাংসল অংশ থাকে। 

৪. স্ত্রী কবুতরকে ঘিরে ঘুরে ঘুরে ডাকে ।

৫. ঠোঁট সামনের দিকে টানলে গলা নিজের দিকে নেয়ার চেষ্টা করে ।

৬. দেহ চাকচিক্যপূর্ণ ।

১. আকারে পুরুষ কবুতরের চেয়ে ছোট। 

২. দেখতে শান্ত এবং নমনীয় প্রকৃতির । 

৩. মলদ্বারে উঁচু মাংসল অংশ থাকে না । 

৪. এরা ঘুরে ঘুরে ডাকে না।

৫. ঠোঁট সামনের দিকে টানলে চুপ করে থাকে ।

৬. দেহ চাকচিক্য নয় ।

 

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion