ফ্রি হ্যান্ড স্কেচ (৩.৩০)

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK
335
335

ফ্রি হ্যান্ড স্কেচ (Free Hand Sketch)

স্কেটিং হলো খসরা নকশা অংকন। কোন প্রকার ড্রইং যন্ত্রপাতি ও সরঞ্জাম ছাড়া শুধুমাত্র কাগজ, পেনসিল ও রাবার ব্যবহার করে হাত দ্বারা নকশা অংকন করাকে ফ্রি হ্যান্ড স্কেচিং বা এককথায় স্কেচিং বলে। প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও ডিজাইনারদের নিকট স্কেচিং একটি উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে। ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন শাখায় নিয়োজিত ব্যাক্তিবর্গ তাদের ধারনাগুলো ভাড়াতাড়ি রেকর্ড করার কাজে স্কেচিং ব্যবহার করে থাকেন। নিজস্ব ইঞ্জিনিয়ারিং চিন্তা বা ধারনা অন্যকে সহজে বুঝানোর উপায় হিসেৰে স্কেচিংকে বেচে নেয়া যায়। খসরা নকশার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় এবং পরবর্তীতে নকশার চুড়ান্ত রূপ দেয়া সম্ভব হয়। 

স্কেচিংএর প্রকারভেদ (Types of Sketching)

স্কেচিং দুই প্রকার। যথা-

১| অর্থগ্রাফিক স্কেচিং (Orthographic Sketching) 

২| পিকটোরিয়াল স্কেচিং (Pictorial Sketching)

 

১| অর্থগ্রাফিক স্কেচিং (Orthographic Sketching) 

অর্থগ্রাফিক স্কেচিং অর্থগ্রাফিক প্রজেকশনের মতোই। এটি ফ্রি হ্যান্ডে করা একটি দ্বিমাত্রিক (2D) ড্রইং। এতে বন্ধুর পরিমাপও দেয়া থাকে। নিচে চিত্রে অর্থগ্রাফিক স্কেচিং এর নমুনা দেখানো হয়েছে ।

২| পিকটোরিয়াল স্কেচিং (Pictorial Sketching)

এটি ফ্রি হ্যান্ডে করা ত্রিমাত্রিক (3D) ড্রইং। পিকটোরিয়াল ভিউ এর সাথে আয়তন সম্পর্কিত। নিচে পিকটোরিয়াল স্কেচিং এর নমুনা দেখানো হলো।

 

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion