নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

আতিক উল্লাহ সাহেব মাদ্রাসার শিক্ষক। গ্রামের মানুষ তাঁকে খুবই বিশ্বাস ও শ্রদ্ধা করে এবং যেকোনো পরামর্শের জন্য তাঁর কাছে আসে। মাতবর শ্রেণির লোকজন গ্রামে মেলা, যাত্রা, গান, নাচসহ বিভিন্ন অনৈতিক অনুষ্ঠানের আয়োজন করলে সামাজিক ও ধর্মীয় পরিবেশ নষ্ট হয়। এ অবস্থায় আতিকুল্লাহ সাহেব এগুলো বন্ধের আহ্বান জানালে তাঁর ওপর অমানবিক নিপীড়ন শুরু হয়।

উক্ত ঘটনা নবি (স.) মোকাবিলা করতেন- 

1. কৌশলের মধ্যেমে 

ii. দাওয়াতি কার্যক্রম চালিয়ে 

iii. যুদ্ধ করে 

নিচের কোনটি সঠিক?

dsuc.created: 1 year ago | dsuc.updated: 1 year ago
dsuc.updated: 1 year ago
Promotion