জনাব, রবিউল একটি স্বাধীন দেশের নাগরিক। তার দেশের সকল কার্যক্রম একটি মাত্র কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়। অপরদিকে, জাহেদের রাষ্ট্র অনেকগুলো অঞ্চলে বিভক্ত। কেন্দ্র ও অঞ্চলের মধ্যে ক্ষমতার বণ্টন করে দেয়া হয়।
জনাব রবিউলের দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?