আরমান ও মিতু দম্পত্তির বিবাহিত জীবন ৫ বছর। তাদের কোন সন্তান-সন্ততি নাই। অন্যদিকে রেহান ও সোমা দম্পত্তির ২ বছর বয়সের ছেলে ও ৫ বছর বয়সের মেয়ে রয়েছে। এই দম্পতি সরকারি-বেসরকারি চাকুরী করছে। অবসর সময়ে তারা দেশ-বিদেশে ভ্রমণে যায়।
স্বামী-স্ত্রীর সংখ্যা অনুযায়ী আরমান ও মিতুর পরিবারটি কোন ধরনের?