Academy

সেঁজুতি দূর থেকে ব্ল‍্যাকবোর্ডে শিক্ষকের লেখা স্পষ্ট দেখতে পায় না। অন্যদিকে সেঁজুতির বাবার কাছের জিনিস দেখতে সমস্যা হয়। পরবর্তীতে সেঁজুতি ও তার বাবা ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার সেঁজুতির জন্য এক ধরনের লেন্স এবং তার বাবার জন্য ভিন্ন ধরনের লেন্স ব্যবহারের পরামর্শ দিলেন।

সেঁজুতির বাবার জন্য ডাক্তারের ভিন্ন ধরনের লেন্স ব্যবহারের পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)

dsuc.created: 3 months ago | dsuc.updated: 3 months ago
dsuc.updated: 3 months ago

সেঁজুতির বাবা দীর্ঘদৃষ্টি ত্রুটিতে আক্রান্ত। তার বাবা দূরের বস্তুসমূহ স্পষ্ট দেখতে পেলেও নিকটের বস্তুসমূহ স্পষ্ট দেখতে পায় না। এরূপ ত্রুটিকে দীর্ঘদৃষ্টি ত্রুটি বলে। অপরদিকে সেজুতি হস্বদৃষ্টি ত্রুটিতে আক্রান্ত। তাই ডাক্তার সেজুতির চক্ষু সমস্যার প্রতিকারের জন্য যে লেন্স ব্যবহার করতে বলে তার বাবার চোখের ত্রুটি প্রতিকারে তার চেয়ে ভিন্ন ধরনের লেন্সের চশমা ব্যবহার করতে বলে।

সেজুতির বাবার চোখে স্বাভাবিক নিকট বিন্দু (N) হতে নির্গত আলোক রশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনার পেছনে। বিন্দুতে মিলিত হয় [চিত্র-ক)। ফলে চোখ কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না।
এই সমস্যা দূর করার জন্য চোখের সামনে একটি উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু (N) হতে নির্গত আলোক রশ্মি এই সাহায্যকারী লেন্সে এবং চোখের লেন্সে পর পর দুইবার প্রতিসরিত হবার পর প্রয়োজনমতো অভিসারী হয়ে রেটিনা (R) এর উপরে পড়বে। এই প্রতিসরিত রশ্মিগুলোকে পিছনের দিকে বর্ধিত করলে এরা বিন্দুতে মিলিত হবে (চিত্র-খ)। অতএব সেজুতির বাবার চোখ বস্তুটিকে বিন্দুতে দেখবে এবং এই বিন্দুই দীর্ঘদৃষ্টির নিকটতম দূরত্ব।
সুতরাং সেজুতির বাবার জন্য ডাক্তারের ভিন্ন ধরনের লেন্স ব্যবহারের

3 months ago

বিজ্ঞান

Please, contribute to add content.
Content
Promotion