চিত্র-১-এর X দর্পণটি একটি গোলীয় দর্পণ। এটি বস্তুর চেয়ে খর্বিত আকারের বিম্ব তৈরি করে, ফলে অনেকগুলো লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব একসাথে দেখা সম্ভব। উদ্দীপকে প্রদত্ত রাস্তার বাঁকটি প্রায় ৯০০ কোণের। এরূপ তীক্ষ্ণ বাঁকের কারণে উক্ত রাস্তায় ড্রাইভিং করা বিপজ্জনক। এ কারণে উক্ত রাস্তায় বাঁকে বড় সাইজের গোলীয় দর্পণ স্ট্যান্ডে (বাঁকের নিকটে) দাঁড় করে রাখা হয়েছে। যাতে এর কাছাকাছি এসে দর্পণে তাকালে বাঁকের অন্য পাশ থেকে কোনো গাড়ি আসে কিনা বা গাড়ির সংখ্যা কতটি তা দেখা যায়। ফলে ড্রাইভার সাবধান হয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে নিরাপদে গাড়ি চালাতে পারে।
সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, চিত্র-১ এর রাস্তার বাঁকে গোলীয় দর্পণটি ব্যবহার করার কারণ হলো বাঁকের বিপরীত পাশ থেকে আসা গাড়ি ড্রাইভার দেখে নিরাপদে গাড়ি চালাতে পারে। অর্থাৎ কোনোরূপ দুর্ঘটনা যাতে না ঘটে।