রাকিবদের বাড়ি রাঙামাটিতে। সে গাড়ি করে পাহাড়ি পথ পাড়ি দিয়ে প্রতিদিন রাঙামাটি সদরে অফিস করে। তার অফিসে যাওয়ার পথে এমন কিছু বাঁক পড়ে যা পাড়ি দেওয়ার সময় সে অন্য পাশ থেকে আসা গাড়িগুলো পর্যন্ত দেখতে পায় না। ফলে তাকে প্রচণ্ড ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।
চোখের দূরবিন্দু বলতে কী বোঝ?
(অনুধাবন)
dsuc.created: 3 months ago |
dsuc.updated: 3 months ago
dsuc.updated: 3 months ago
সবচেয়ে দূরে অবস্থিত যে বিন্দু পর্যন্ত স্বাভাবিক চোখ স্পষ্ট দেখতে পায় তাকে চোখের দূরবিন্দু বা স্পষ্ট দর্শনের দূরবিন্দু বলে। স্বাভাবিক চোখের জন্য দূরবিন্দু অসীম দূরত্বে অবস্থিত। অর্থাৎ স্বাভাবিক চোখ বহুদূর পর্যন্ত স্পষ্ট দেখতে পায়।