রাকিবদের বাড়ি রাঙামাটিতে। সে গাড়ি করে পাহাড়ি পথ পাড়ি দিয়ে প্রতিদিন রাঙামাটি সদরে অফিস করে। তার অফিসে যাওয়ার পথে এমন কিছু বাঁক পড়ে যা পাড়ি দেওয়ার সময় সে অন্য পাশ থেকে আসা গাড়িগুলো পর্যন্ত দেখতে পায় না। ফলে তাকে প্রচণ্ড ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।
রাকিব পাহাড়ি রাস্তায় চলাফেরা করে বলেই কিছু কিছু বাঁকে অন্যপাশ থেকে আসা গাড়ি দেখতে পায় না। পাহাড়ি রাস্তা সাধারণত আঁকাবাঁকা এবং উঁচুনিচু হয়। এসব রাস্তায় গাড়ি চালানোর জন্য অনেক সময় ৯০° কোণে বাঁক নিতে হয়। বাঁক এমন হয় যে কোনো একটি রাস্তা হঠাৎ করেই শেষ হয়ে যায় কিন্তু রাস্তার শেষ মাথায় পৌঁছানোর পর আবার নতুন রাস্তা শুরু হয়। এ নতুন রাস্তা আগে থেকেই দেখা যায় না। ফলে এ ধরনের রাস্তায় মানুষ বা গাড়ি যাই থাকুক না কেন তাও দেখা যায় না।
এজন্যই রাকিব বাঁকের অন্য পাশ থেকে আসা গাড়ি দেখতে পায়না।