মাহিন তার বাবার সাথে গাড়ীতে করে যাচ্ছে। এমন সময় সে গাড়ীর সামনের পাশের আয়নায় পেছনের সবকিছু দেখতে পেয়ে তার বাবাকে এর কারণ জিজ্ঞেস করল। তার বাবা তাকে বলল এটি বিশেষ ধরনের আয়না।
উদ্দীপকের বিশেষ ধরণের আয়নাটি হলো একটি উত্তল দর্পণ। নিচে এর ক্রিয়াকৌশল ব্যাখ্যা করা হলো-
উত্তল দর্পণে অসীম দূরত্ব থেকে আগত আলোকরশ্মি দর্পণে প্রতিফলিত হয়ে অপসারী আলোকগুচ্ছে পরিণত হয়। এই রশ্মিগুচ্ছকে বিপরীত দিকে বাড়ালে আয়নার উল্টো দিক থেকে আসছে বলে মনে হয়। গাড়ীর পিছন থেকে আগত চিত্রের একটি প্রকৃত চিত্র থেকে ছোট প্রতিবিম্ব গাড়ী চালকের দৃষ্টিগোচর হয়। এতে পিছনের অনেকটুকু রাস্তার চিত্র ছোট একটি উত্তল দর্পণে দেখা সম্ভব হয়। এর ফলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।