মাহিন তার বাবার সাথে গাড়ীতে করে যাচ্ছে। এমন সময় সে গাড়ীর সামনের পাশের আয়নায় পেছনের সবকিছু দেখতে পেয়ে তার বাবাকে এর কারণ জিজ্ঞেস করল। তার বাবা তাকে বলল এটি বিশেষ ধরনের আয়না।
উদ্দীপকে উল্লিখিত গাড়ীতে বিশেষ ধরনের ব্যবহৃত আয়নাটি হলো উত্তল দর্পণ। নিচে উত্তল দর্পণ ব্যবহারের কারণ আলোচনা করা হলো-
গাড়ী নিরাপদ ড্রাইভিং করার অন্যতম শর্ত হলো নিজ গাড়ীর আশেপাশে সর্বদা কী ঘটছে তা খেয়াল করা। সাধারণত গাড়ীর সামনের দরজার সম্মুখ দিকে দু'পাশে দুটি দর্পণ ব্যবহার করা হয়। এছাড়া গাড়ীর ভিতরে সামনের দিকে মাঝখানে আরেকটি দর্পণ থাকে। এগুলো সবই উত্তল দর্পণ। এসব দর্পণ গাড়ীর দুপাশে এবং পিছনের দিকে দেখার কাজে সহায়তা করে। ফলে ড্রাইভারকে শরীরে কোনো রকম মোচড় দিতে বা নাড়াতে হয় না। এর ফলে কোনো ঘটনার প্রতিক্রিয়া দেখার জন্য ড্রাইভারকে তার হাত সর্বদা হুইলে রেখে সামনে বা পিছনের দিকে নজর রাখতে সহজ হয়।
উপরিউক্ত কারণে গাড়ীতে বিশেষ ধরণের আয়না তথা উত্তল দর্পণ ব্যবহার করা হয়।