মাইনুল সকালে ঘুম থেকে উঠে দেখে তার ভাই রাশিক একটি কাপের মধ্যে মুদ্রা রেখে তা দেখার চেষ্টা করছে। তা দেখে মাইনুল কিছু পানি কাপে ঢেলে রাশিকের মাথাটি কাপের কোণাকোণি রাখল। রাশিক তখন মুদ্রাটি দেখতে পেয়ে জিজ্ঞেস করল এটা কিভাবে হলো?
আলোর প্রতিসরণের সূত্র দুটি হলো-'
i. আপতিত রশ্মি, আপতন বিন্দুতে বিভেদ তলের ওপর আঁকা অভিলম্ব এবং প্রতিসারিত রশ্মি একই সমতলে থাকে।
ii. এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন (sine) ও প্রতিসরণ কোণের সাইনের (sine') অনুপাত সর্বদাই ধ্রুব থাকে। অর্থাৎ sin) / (sine') = n