Academy

মাইনুল সকালে ঘুম থেকে উঠে দেখে তার ভাই রাশিক একটি কাপের মধ্যে মুদ্রা রেখে তা দেখার চেষ্টা করছে। তা দেখে মাইনুল কিছু পানি কাপে ঢেলে রাশিকের মাথাটি কাপের কোণাকোণি রাখল। রাশিক তখন মুদ্রাটি দেখতে পেয়ে জিজ্ঞেস করল এটা কিভাবে হলো?

মাইনুলের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)

dsuc.created: 3 months ago | dsuc.updated: 3 months ago
dsuc.updated: 3 months ago

মাইনুলের শেষোক্ত উক্তিটি ছিলো আলোর প্রতিসরণের কারণে কাপের মধ্যে রাখা মুদ্রাটি দেখা যায়। নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলো- আমরা জানি, আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে আলো অভিলম্ব থেকে বেকে যায়। অনুরূপভাবে,

আলোকরশ্মি পানিভর্তি কাপের মধ্যে অবস্থিত মুদ্রাটির 'C' বিন্দু থেকে নির্গত হয়। আলোকরশ্মিটি পানি (ন) মাধ্যম থেকে নির্গত হয়ে বায়ু মাধ্যম (হালকা মাধ্যমে) যাওয়ার সময় অভিলম্ব থেকে দূরে সরে যায়। OC আলোক রশ্মি বিভেদ তলে আপতিত হয়ে ON পথে নির্গত হয়। ON রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করলে B বিন্দুতে মিলিত হয়। যার ফলে কাপের পাশে মাথা রেখে যেখানে তাকালে মুদ্রাটি চোখে পড়ে না সেখানে অর্থাৎ N বিন্দুতে থেকে তাকালে মনে হয় B বিন্দুতে মুদ্রাটি অবস্থিত।
সুতরাং উপরের আলোচনা শেষে বলা যায় যে, আলোর প্রতিসরণের কারণেই পানি ভর্তি কাপের মধ্যে রাখা মুদ্রাকে কোণাকোণি অবস্থানে দেখা সম্ভব।

3 months ago

বিজ্ঞান

Please, contribute to add content.
Content
Promotion