Academy

সোহানা বেশ কিছুদিন ধরে বই এর ছবি ও লেখাগুলোকে অস্পষ্ট বোধ করছিল। তবে সে আলোর তীব্রতা এবং রঙের পার্থক্য অনুধাবন করতে পারছিল। সমাধানের জন্য ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে -3D ক্ষমতা সম্পন্ন একটি চশমা দিলেন।

সোহানার চোখের ত্রুটির কারণ ব্যাখ্যা করো। (প্রয়োগ)

dsuc.created: 3 months ago | dsuc.updated: 3 months ago
dsuc.updated: 3 months ago

ডাক্তার সোহানাকে 3D ক্ষমতার একটি চশমা দিলেন অর্থাৎ সোহানাকে অবতল লেন্সের চশমা দিলেন। সোহানার ত্রুটিগ্রস্ত চোখ দূরের জিনিস ভালভাবে দেখতে পায়না কিন্তু কাছের জিনিস দেখতে পায়। সোহানার চোখের এ ধরনের ত্রুটিকে বলা হয় হ্রস্বদৃষ্টি বা মাইওপিয়া। সোহানার চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যাওয়ায় অথবা চোখের লেন্সের ক্ষমতা বেড়ে যাওয়ায় বা চক্ষুলেন্সের ফোকাস দূরত্ব কমে যাওয়ায় এই ধরনের ত্রুটি দেখা দিয়েছে। ডাক্তার তাই তার চোখের অভিসারী ক্ষমতা কমানোর জন্য অবতল লেন্সের চশমা ব্যবহারের পরামর্শ দেন।

3 months ago

বিজ্ঞান

Please, contribute to add content.
Content
Promotion