অন্ধকার ও তীব্র আলোর অনুভূতি চোখ কীভাবে বুঝতে
পারে?
(অনুধাবন)
dsuc.created: 3 months ago |
dsuc.updated: 3 months ago
dsuc.updated: 3 months ago
মানুষের চোখে রড ও কোন কোষ নামক দুটি বিশেষ কোষ থাকে। রড কোষ অন্ধকার বা কম আলোতে সক্রিয় হয় এবং দেখতে সহায়তা করে। আর কোন কোষ তীব্র আলোতে সক্রিয় হয়ে বিভিন্ন বস্তু দেখায়। মূলত এ দুটি কোষই অন্ধকার ও তীব্র আলোর অনুভূতি চোখকে বোঝাতে সহায়তা করে।