উদ্দীপকে একটি অভিসারী লেন্স অর্থাৎ, উত্তল লেন্স দেখানো হয়েছে।
লেন্সটির ফোকাস দূরত্ব f= 200 সে.মি.
= 2 মিটার (m)
(যেহেতু 100 সে.মি. = 1 মিটার)
লেন্সের ক্ষমতা, P = ?
আমরা জানি, P = 1 = 1 D = 0.5 D
f 2
যেহেতু লেন্সটি উত্তল বা অভিসারী লেন্স
সুতরাং উদ্দীপকের লেন্সটির ক্ষমতা +0.5D।