Academy

উদ্দীপকের লেন্সটি কোন ধরনের দৃষ্টি ত্রুটির জন্য ব্যবহার করা হয়? তার কারণ ও প্রতিকার লিখ। (উচ্চতর দক্ষতা)

dsuc.created: 3 months ago | dsuc.updated: 3 months ago
dsuc.updated: 3 months ago

উদ্দীপকে একটি উত্তল লেন্স দেখানো হয়েছে। চোখের দীর্ঘদৃষ্টি ত্রুটি দূর করার জন্য এই লেন্স ব্যবহার করা হয়।

দীর্ঘদৃষ্টি ত্রুটির কারণ: চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে
অথবা চোখের লেন্সের ফোকাস দূরত্ব বৃদ্ধি পাওয়া এবং কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পাওয়ার কারণে দীর্ঘদৃষ্টি ত্রুটি দেখা যায়। ফলে স্বাভাবিক নিকট বিন্দু (N) হতে নির্গত আলোকরশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনার পিছনে (F) বিন্দুতে মিলিত হয়। ফলে চোখ কাছের বস্তু দেখতে পায় না।

দীর্ঘদৃষ্টি ত্রুটির প্রতিকার: চোখের এ ত্রুটি দূর করার জন্য চোখের
সামনে একটি উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। ফলে চোখের নিকটতম বিন্দু (N) হতে নির্গত আলোকরশ্মি এ সাহায্যকারী লেন্সে এবং চোখের লেন্সে পরপর দুইবার প্রতিসরিত হওয়ার পর প্রয়োজনমতো অভিসারী হয়ে রেটিনা (R) এর উপর পড়বে।

3 months ago

বিজ্ঞান

Please, contribute to add content.
Content
Promotion