Academy

আহমদ সাহেব বিলসলুয়া গ্রামের মেম্বর। এ গ্রামে বিশ্বাস, মন্ডলসহ বহু গোষ্ঠীর লোকের বসবাস। তিনি সব গোষ্ঠীর লোকের সাথে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করেন। কিন্তু মেম্বরের নানাবিধ সফলতায় বিশ্বাসগোষ্ঠীর লোকেরা বিভিন্নভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তাঁকে মেম্বর পদ থেকে পদচ্যুত করার জন্য অন্য আরেকজনকে সমর্থন দেয়। এমনকি মেম্বর সাহেবকে তারা হত্যার চেষ্টাও করেন। ফলে তিনি বিশ্বাসগোষ্ঠীর পরিবারগুলোকে গ্রাম থেকে বিতাড়িত করেন। অন্যদিকে মন্ডলগোষ্ঠীর লোকেরা তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। এ প্রেক্ষিতে তাদেরকে তিনি নিরাপত্তাসহ সব ধরনের সাহায্যদানের প্রতিশ্রুতি দেন। 

মহাজির কারা? (জ্ঞানমূলক)

dsuc.created: 3 days ago | dsuc.updated: 3 days ago
dsuc.updated: 3 days ago

ইসলামের ইতিহাস

Please, contribute to add content.
Content
Promotion