আন্তর্জতিক খেলাধুলা

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
555
555
common.please_contribute_to_add_content_into আন্তর্জতিক খেলাধুলা.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

ক্রিকেট-আন্তর্জাতিক

476
476

ক্রিকেট হচ্ছে ব্যাট ও বলের একটি দলীয় খেলা যাতে এগারোজন খেলোয়াড়বিশিষ্ট দুইটি দল অংশ নেয়। এই খেলাটির উদ্ভব হয় ইংল্যান্ডে। পরবর্তীতে ব্রিটিশ উপনিবেশগুলোসহ অন্যান্য দেশগুলোতে এই খেলা ব্যাপকভাবে প্রভাব বিস্তার লাভ করে চলছে। বর্তমানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড আন্তর্জাতিক অঙ্গনে ৫ দিনের টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে থাকে। ২০০৫ সাল থেকে জিম্বাবুয়ে স্বেচ্ছায় টেস্ট ক্রিকেট থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখে। ২০১১ সালে আবার খেলায় ফিরে আসে। ক্রিকেট খেলার জন্ম হয়- ইংল্যান্ডে।

 

জেনে নিই 

  • কেটের পিতৃভূমি হিসেবে পরিচিত- ইংল্যান্ড।
  • ক্রিকেটের নিয়ামাবলি রচনা ও প্রবর্তন করেন- মেলবোর্ন ক্লাব ।
  • ক্রিকেটের নিয়ামাবলি প্রথম বিধিবদ্ধ হয়- ১৭৭৪ সালে। ফুট বা ২০.১২ মিটার)।
  • ক্রিকেট পিচের দৈর্ঘ্য- ২২ গজ (৬৬ ক্রিকেট পিচের প্রস্থ- ১০ ফুট বা ৩.০৫ মিটার।
  • ক্রিকেট ব্যাট তৈরি করা হয় সাধারণত উইলো গাছের কাঠ থেকে।
  •  ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য- ৩৮ ইঞ্চি বা ৯৬.৫ সেন্টিমিটার।
  • ক্রিকেট ব্যাটের প্রস্থ ৪.২৫ ইঞ্চি বা ১০.৮ সেন্টিমিটার।
  •  ক্রিকেট বলের ব্যাস- ২.৮-২.৭ ইঞ্চি বা ৭.১৩-৭.২৯ সেন্টিমিটার।
  • ক্রিকেট বলের পরিধি- ৮.৮-৯ ইঞ্চি বা ২২.৪-২২.৯ সেন্টিমিটার।
  • ক্রিকেট বলের ওজন প্রায় ১৬০-১৬৩ গ্রাম।
  •  মাটি থেকে স্টাম্পের উচ্চতা- ২৮ ইঞ্চি।
  • তিনটি স্টাম্পের মাথায় থাকে- ২টি বেল।
  • দুইটি দলে খেলোয়াড় থাকে- ২২ জন (১১ জন করে)। 
  • ক্রিকেট খেলা মাঠে পরিচালনার জন্য থাকেন- ২ জন আম্পায়ার।
  • Whitewash শব্দটি জড়িত- ক্রিকেট খেলার সাথে।
  • আবহাওয়াজনিত কারণে খেলা বিঘ্নিত হলে ফলাফল নির্ধারণ হয়- ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে।
  • ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি প্রথম প্রয়োগ করা হয়- ১৯৯৭ সালে ।

 

ক্রিকেটে ব্যাটসম্যান আউট হতে পারে- ১১ টি উপায়ে। (তথ্যসূত্র: ICC)

১. বোল্ড আউট 

২. ক্যাচ আউট

৩. এলবিডাব্লিউ আউট

৪. স্টাম্পড আউ

৫. হিট উইকেট আউট 

৬.  হিট দ্য বল টোয়াইস আউট

৭.  রান আউট

৮. হ্যান্ডেও না বল আউট

৯. টাইমড আউট

১০.  অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট

১১. রিটায়ার্ড আউট 

 

নো-বল (No ball) হলেও ব্যাটসম্যানকে আউট করা যায়- ৩টি উপায়ে

১ রান আউট

২. অবস্ট্রাকিং দ্য ফিল্ড আউট

 ৩. হিট দ্য বল টোয়াইস আউট

  • হ্যাটট্রিক- একজন বোলার ৩ জন ভিন্ন ব্যাটসম্যানকে পরপর ৩ বলে আউট করার স্বীকৃতি। 
  •  কোনো রান ছাড়াই বল সম্পন্ন হলে বলা হয়- ডট বল।

 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) 

  •  ICC - International Cricket Council.
  •  বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার নাম- ICC.
  • প্রতিষ্ঠাকালীন নাম- Imperial Cricket Conference.
  • প্রতিষ্ঠিত হয়- ১৫ জুন, ১৯০৯ সালে ইংল্যান্ডের লর্ডসে।
  • ICC'র সদর দপ্তর- দুবাই, সংযুক্ত আরব আমিরাত। 
  •  প্রতিষ্ঠাকালীন সদস্য- ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
  • ICC'র পূর্ণ সদস্য দেশ- ১২টি (সর্বশেষ- আফগানিস্তান: ২০১৭)।
  • বাংলাদেশ ICC'র- ১০তম পূর্ণ সদস্য; ১৯৯৯ সালে।

 

টেস্ট ক্রিকেট

  • টেস্ট ক্রিকেট খেলতে পারে- International Cricket Council-এর পূর্ণ সদস্য দেশ।
  • বর্তমানে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা- ১২টি। 
  • সর্বশেষ ১২তম টেস্ট মর্যাদা পায়- আফগানিস্তান।
  • প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়- ১৮৭৭ সালে
  • টেস্ট ক্রিকেট অস্ট্রেলিয়ার মেলবোর্নে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে।
  • টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ১৮৭৭ সালের ম্যাচে জয়ী হয়- অস্ট্রেলিয়া। 
  • অ্যাশেজ ক্রিকেটের বিশেষ ট্রফি, মূলত ১৮৮২ সাল থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার
  • মধ্যকার অনুষ্ঠিত টেস্ট সিরিজে বিজয়ী দলকে প্রদান করা হয়।

 

ওয়ানডে ক্রিকেট

  • ওয়ানডে বা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রতি দল ব্যাটিং করে- ৫০ ওভার করে
  • প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়- ৫ জানুয়ারি, ১৯৭১ সালে 
  • অস্ট্রেলিয়ার মেলবোর্নে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে।
  • ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ম্যাচে জয়ী হয়- অস্ট্রেলিয়া।

 

টি-টুয়েন্টি

  •  প্রথম টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়- ২০০৫ সালে ইংল্যান্ডে।
  • টি২০'- ক্রিকেট খেলার সংক্ষিপ্ততম সংস্করণ হিসেবে বিবেচিত।
  • টি-২০ ম্যাচে প্রতিটি দল ব্যাটিং করে- ২০ ওভার।

 

ক্রিকেট বিশ্বকাপ

  •  বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়- ৪ বছর পর পর ।
  •  প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়- ৭-২১ জুন, ১৯৭৫ সালে ইংল্যান্ডের লর্ডসে।
  • প্রথম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়- উইন্ডিজ।
  •  প্রথম বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে- অস্ট্রেলিয়া ও উইন্ডিজ।
  • প্রথম বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন- ক্লাইভ লয়েড।
  • Umpire Decision Review System চালু হয় ২০১১ বিশ্বকাপ থেকে।
  •  ক্রিকেট জাতীয় খেলা- অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের।

 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

  •  আইসিসি'র চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বনাম ছিল- আইসিসি নকআউট টুর্নামেন্ট।
  •  ২০০২ সালে নাম পরিবর্তন করে রাখা হয়- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। 
  • আইসিসি'র চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর অনুষ্ঠিত হয়- ১৯৯৮ সালে ঢাকায়।
  • আইসিসি'র চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়- দক্ষিণ আফ্রিকা।
  • বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করে- ২০০২ সালে।

 

আইসিসি ওয়ার্ল্ড টি-২০

  •  প্রথম আইসিসি ওয়ার্ল্ড টি-২০ অনুষ্ঠিত হয়। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায়।
  • আইসিসি ওয়ার্ল্ড টি-২০ অনুষ্ঠিত হয়- ২ বছর পর পর।
  •  প্রথম আইসিসি ওয়ার্ল্ড টি-২০ চ্যাম্পিয়ন হয়- ভারত (রানার্সআপ পাকিস্তান)।
common.content_added_by

ওভাল

415
415
common.please_contribute_to_add_content_into ওভাল.
common.content

নো-বল

448
448
common.please_contribute_to_add_content_into নো-বল.
common.content

আইসিসি ওয়ার্ল্ড টি ২০

499
499
common.please_contribute_to_add_content_into আইসিসি ওয়ার্ল্ড টি ২০.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

শেন ওয়াটসন
মারলন স্যামুয়েলস
ক্রিস গেইল
মাহেলা জয়াবর্ধনে

FIFA

752
752
common.please_contribute_to_add_content_into FIFA.
common.content

World cup

577
577

টেনিস

522
522

১৯শ শতকের শেষের দিকে ইংল্যান্ডের বার্মিংহামে সর্বপ্রথম টেনিস খেলার প্রচলন হয়। এই খেলা একটি আয়তকার কোর্টে খেলা হয় যার দৈর্ঘ্য থাকে ৭৮ ফিট ও প্রস্থ ২৭ ফিট। তবে টেনিস কোর্টের প্রকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে। মূলত টেনিস কোর্ট ৪ ধরনের হয় যথা- ক্লে কোর্ট, গ্রাস কোর্ট, হার্ড কোর্ট এবং কার্পেট কোর্ট।

 

জেনে নিই 

  • টেনিস খেলার জন্ম হয়- ইংল্যান্ডে।
  • লন টেনিসের উদ্ভাবক- ইংল্যান্ডের মেজর ওয়াল্টার উইংফিল্ড: ১৮৭৩ সালে
  • উইম্বলডন টেনিস গ্রাউন্ড অবস্থিত- লন্ডনের চার্চ রোডে।
  • Volley হলো- টেনিসে এক ধরনের শট।
  • 'ডেভিস কাপ' প্রবর্তন করা হয়- ১৯০০ সালে।
  • গ্র্যান্ডস্লাম হলো মোট ৪টি স্লাম টুর্নামেন্ট

উইম্বলডন 

অস্ট্রেলিয়ান ওপেন

ইউএস ওপেন

ফ্রেঞ্চ ওপেন

common.content_added_by

কাবাডি

450
450

১৯৭৮ সালে ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও বার্মার প্রতিনিধিদের উপস্থিতিতে এশিয়ান কাবাডি ফেডারেশন গঠিত হয়। ১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতায় প্রথম এশিয়ান কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এভাবে আস্তে আস্তে কাবাডি খেলা জনপ্রিয় হয়ে উঠে ।

  •  কাবাডি খেলার সূচনা- ভারতে।
  • কাবাডি খেলায় প্রতি দলে খেলোয়াড় থাকে- ১২ জন; খেলতে পারে ৭ জন।
  • বাংলাদেশের জাতীয় খেলা- কাবাডি (হা-ডু-ডু)।
  • 'লোনা' ও 'বি' শব্দ দুটি যে খেলায় ব্যবহৃত হয়- কাবাডি।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

বাংলাদেশ
ভারত
ইংল্যান্ড
আফগানিস্তান
দঃ কোরিয়া

ব্যাডমিন্টন

410
410
  •  ব্যাডমিন্টন খেলার জন্ম হয়- ইংল্যান্ডে, ১৮৬০ সালে।
  •  মাটি থেকে ব্যাডমিন্টন নেটের উচ্চতা ৫ ফুট।
  • ব্যাডমিন্টন খেলা হয়- ৩ ধরনের; সিঙ্গেল, ডাবল ও মিক্সড ডাবল ।
  • 'স্মেশ' ও 'লেট' শব্দগুলো যে খেলায় ব্যবহৃত হয়- ব্যাডমিন্টন।
common.content_added_by

বাস্কেটবল

651
651

বাস্কেটবল (Basketball) অত্যন্ত জনপ্রিয় খেলা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। গোলাকৃতি, কমলা রঙের বল দিয়ে অভ্যন্তরীণ এবং বহিঃস্থ উভয় প্রকার মাঠেই খেলা হয়ে থাকে। দলগত ক্রীড়া হিসেবে বাস্কেটবলের মূল উদ্দেশ্য হচ্ছে করা কোর্টে উলম্বভাবে স্থাপিত একটি বাস্কেট বা ঝুড়িতে বল নিক্ষেপের মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করা। 

  •  বাস্কেটবল খেলার সূচনা করেন। ১৮৯১ সালে ড. জেমস নাইজস্মিথ।
  • বাস্কেটবল খেলায় বাস্কেটের উচ্চতা ১০ ফুট।
  • বাস্কেটবল প্রতিযোগিতায় প্রতি দলে খেলোয়াড় সংখ্যা- ৫ জন।
  • বাস্কেটবল খেলায় দুই প্রান্তে থাকা বাস্কেটকে বলা হয়- রিম।
  •  অলিম্পিকে প্রথম বারের মত প্রমিলা বাস্কেটবল অন্তর্ভুক্ত করা হয়- ১৯৭৬ সালে।
  • মাইকেল জর্ডান নামটি জড়িত বাস্কেটবল খেলার সাথে ।
common.content_added_by

গলফ

513
513
  • গলফ খেলার সূত্রপাত- ইংল্যান্ডে।
  •  প্রাচীনতম গলফ ক্লাব অবস্থিত- ইংল্যান্ডে।
  •  কুর্মিটোলা গলফ ক্লাব অবস্থিত- ঢাকা ক্যান্টনমেন্টে।
  • অলিম্পিকে বাংলাদেশের পক্ষে সরাসরি অংশ নেয়- গলফার সিদ্দিকুর রহমান।
common.content_added_by

ভলিবল

526
526
  • ভলিবল খেলার জন্ম হয়- যুক্তরাষ্ট্রে।
  • ভলিবল খেলায় প্রতি দলে খেলোয়াড় থাকে- ৬ জন। 
  • ভলিবলের কোর্টের মাপ- ১৮ মিটার লম্বা ও ৯ মিটার চওড়া।
common.content_added_by

মুষ্টিযুদ্ধ

388
388

বক্সিং মার্শাল আর্ট যুদ্ধ খেলা (যা ওয়েস্টার্ন বক্সিং বা পিউগিলিজম নামেও পরিচিত) একটি সম্মুখসমর ক্রীড়া যেখানে দুটি ব্যক্তি, হেলমেট এবং মাউথপিস পরে একটি নির্দিষ্ট সময় ধরে একে অপরের দিকে মুষ্টিনিক্ষেপ করে ।

  • বক্সিংয়ে দ্য গ্রেটেস্ট বলা হয়- মোহাম্মদ আলীকে। 
  • মোহাম্মদ আলী পূর্বনাম- ক্যাসিয়াস ক্লে।
  • মুষ্টিযুদ্ধ বা বক্সিং খেলার উদ্ভাবন করেন- থিসিয়াস ।
  • বিবিসি শতাব্দীর সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পুরস্কৃত করেছে- মোহাম্মদ আলীকে।
  • মোহাম্মদ আলীর যে কন্যা মুষ্টিযুদ্ধ পেশায় প্রবেশ করে- লায়লা আলী। 
  • বক্সিংয়ে দ্রুততম বা দ্য কুইকেস্ট বলা হয়- লায়লা আলীকে।
  • মুষ্টিযোদ্ধা মাইক টাইসনের বর্তমান নাম- মালিক আব্দুল আজিজ।
common.content_added_by

হকি

660
660
  • বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা- হকি।
  • হকি খেলার উৎপত্তি হয়- গ্রিসে 
  • বিশ্বকাপ হকি খেলা শুরু হয় ১৯৭০ সালে।
  •  প্রথম বিশ্বকাপ হকি খেলায় চ্যাম্পিয়ন দেশ- পাকিস্তান।
  • হকি খেলার জাদুকর বলা হয়- ধ্যানচাঁদকে।
  • হকি খেলার রেফারির সংখ্যা- ২ জন।
  • হকি খেলায় প্রতি দলে খেলোয়াড় থাকে- ১১ জন।
  •  একটি হকি বলের ওজন- ৫.৭৫ আউন্স (পরিধি ২৩.৫ সেন্টিমিটার)।
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion