জাতিসংঘের বিভিন্ন সংস্থা

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
937
937

সনদ অনুযায়ী জাতিসংঘের ছয়টি মূল অঙ্গ সংগঠন রয়েছে।

১. সাধারণ পরিষদ (General Assembly)

২. নিরাপত্তা পরিষদ (Security Council)

৩. অছি পরিষদ (Trusteeship Council)

৪.. আন্তর্জাতিক আদালত (ICJ)

৫. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)

৬. সচিবালয় (Secretariat )

 

জাতিসংঘের মূল সংস্থা ৬ টি

সাধারণ পরিষদ

  • প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার অধিবেশন শুরু হয়।
  • ১ বছরের জন্য একজন সভাপতি নির্বাচিত হয়।
  • বাংলাদেশ সভাপতিত্ব করে ১ বার, ১৯৮৬ সালে, ৪১তম অধিবেশনে।
  • জাতিসংঘের সর্বশেষ ৭৭তম অধিবেশন অনুষ্ঠিত হয়- ২০২২ সালে।

কাজ- নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচন, মহাসচিব নিয়োগ, নতুন সদস্য গ্রহণ, বাজেট দেন। কোন রাষ্ট্রকে বহিষ্কার করা।

নিরাপত্তা পরিষদ

  • প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল- ১১টি, বর্তমানে- ১৫ টি।
  • ৫ টি স্থায়ী, ১০ টি অস্থায়ী।
  • অস্থায়ী রাষ্ট্রগুলোর মেয়াদ ২ বছর।
  • বাংলাদেশ অস্থায়ী রাষ্ট্র ছিল ২ বার (১৯৭৯-৮০ ও ২০০০-০১) 

কাজ- আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা 

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

  • সদস্য ৫৪ টি দেশ।
  •  প্রতি বছর এক-তৃতীয়াংশ নতুন আসে এবং এক-তৃতীয়াংশ অবসরে যায়।
  •  অর্থাৎ প্রতি গ্রুপে থাকে ১৮ টি দেশ। 
  • আঞ্চলিক কমিশন ৫ টি যথাঃ

১. ECA Economic Commission of Africa. (আদ্দিস আবাবা, ইথিওপিয়া)

২. ECE Economic Commission of Europe. (জেনেভা, সুইজারল্যান্ড)। 

৩. ECLAC Economic Commission for Latin America and the Caribbean. (সান্টিয়াগো, চিলি)।

৪. ESCAP-Economic and Social Commission for Asia and the Pacific. (ব্যাংকক, থাইল্যান্ড)।

৫. ESCWA- Economic and Social Commission for Western Asia, (বৈরুত, লেবানন)।

কাজ- ভবনযাত্রার মান উন্নয়ন, বেকার সমস্যা সমাধান শিক্ষা প্রान ও বাহ বিভিন্ন তল্যাণমূলক কাজ |

অছি পরিষদ 

  • বর্তমানে কার্যক্রম স্থগিত।
  • নতুন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্যপদ দিতে সুপারিশ করা।
  • ১৯৯৪ সালে পালাউ এর স্বাধীনতার মধ্য দিয়ে কার্যক্রম স্থগিত হয় 

কাজ- অনুন্নত অঞ্চলের তত্ত্বাবধান, অন্তর্ভূক্ত অঞ্চলের উন্নতি ও অধিবাসীদের স্বাধীনতা। 

সচিবালয়

  • মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
  • প্রধান হলেন মহাসচিব।
  • বর্তমানে ৯ম মহাসচিব পর্তুগালের- এস্তনিও গুতেরেস।

কাজ- মহাসচিব ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে গঠিত, প্রধান থাকেন মহাসচিব যিনি ৫ বছরের জন্য নির্বাচিত হন।

আন্তর্জাতিক বিচারালয়

  • অবস্থান নেদারল্যান্ডের হেগ শহরে।
  • বিচারক ১৫ জন।
  • বিচারকের মেয়াদ ৯ বছর।
  • সভাপতির মেয়াদ ৩ বছর।

কাজ- এই আদালতে কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না। কিন্তু আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে জাতিসংঘের যে কোন সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবে।

 

common.content_added_by

United Nations Conference on Trade and Development (UNCTAD)

615
615
  • UNCTAD- United Nations Conference on Trade and Development.
  • সদর দপ্তর জেনেভা (সুইজারল্যান্ড)।
  • বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে - UNCTAD
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ইউএনডিপি (UNDP)

501
501
  • UNDP- United Nations Development Programme.
  • দপ্তর- নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)। 
  • সূচকের নাম Human Development Index.
  • স্টোরকিপার MDG, SDG.
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

তামিম ইকবাল
মাশরাফি বিন মুর্তজা
মুশফিকুর রহিম
রুবেল হোসেন

FAO- Food and Agriculture Organization

597
597
  • FAO- Food and Agricultural Organization. 
  •  প্রতিষ্ঠিত হয়- ১৯৪৫ সালে।
  •  সদর দপ্তর- রোম (ইতালি)।
  •  FAO এর সদস্য নয় ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

রোম
কুইবেক
সিডনি
কোপেন হেগেন

UNWTO- World Tourism Organization

549
549
common.please_contribute_to_add_content_into UNWTO- World Tourism Organization.
common.content

WIPO-World intellectual Property Organization

515
515
  • WIPO - World Intellectual Property Organization. 
  •  জাতিসংঘের মেধা সংরক্ষণ সংস্থা - WIPO.
  • সদর দপ্তর- জেনেভা (সুইজারল্যান্ড)
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

জ্যারেন টাং (সিঙ্গাপুর)
কামিল ইদ্রিস (সুদান )
লি জিমিং (চীন)
ফ্রান্সিস গুরি (অস্ট্রোলিয়া)
World Intellectual Property Organization
World Industrial Protection Organization
Water and Industrial Protection Organization
World International Property Organization .
World Industrial Pollution free Organization

UNHCR-United Nations High Commissioner for Refugees

558
558
  • UNHCR - United Nations High Commissions for Refugees,
  • জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ।
  • সদর দপ্তর- জেনেভা (সুইজারল্যান্ড)।
  • শান্তিতে নোবেল পুরস্কার পায় ২ বার (১৯৫৪ ও ১৯৮১ সালে) ।

 

common.content_added_by

IBRD - International Bank of reconstruction and development

640
640
  • প্রতিষ্ঠিত হয়- ১৯৪৪ সালে।
  • IBRD কার্যক্রম শুরু করে- ১৯৪৬ সালে।
  • বিশ্ব ব্যাংক বলতে মূলত বুঝায় = IBRD কে
  • উদ্দেশ্য- এটি মধ্যম আয়ের দেশ ও দরিদ্র দেশগুলোকে ঋণ ও আর্থিক সহায়তা দেয়। 

 

common.content_added_by

IFC- International Finance Corporation

538
538
  • প্রতিষ্ঠিত হয়- ১৯৫৬
  • উদ্দেশ্য- উন্নয়নশীল দেশের টেকসই উন্নয়নে বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করে।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

Indian Film Corporatin
Indian Forest Corporation
International Finance Corportion
International Food Company

ICSID - International center for settlement of Investment Disputes

554
554
  • প্রতিষ্ঠিত হয়- ১৯৬৬
  • উদ্দেশ্য- সরকার এবং বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি করতে কাজ করে।
common.content_added_by

IFAD

495
495
  • IFAD- International Fund for Agricultural Development.
  • সদর দপ্তর রোম (ইতালি)।
common.content_added_by

LAEA

493
493
common.please_contribute_to_add_content_into LAEA.
common.content

UPU

583
583
  • UPU- Universal Postal Union.
  •  সদর দপ্তর- বার্ন (সুইজারল্যান্ড)।
  • প্রতিষ্ঠিত হয়- ১৮৭৪ সালে।
common.content_added_by

UNIDO

547
547
  • UNIDO- United Nations Industrial Development Organization
  • জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা - UNIDO. 
  •  সদর দপ্তর- ভিয়েনা (অস্ট্রিয়া)।

 

common.content_added_by

UNEP

506
506
  • UNEP- United Nations Environment Programme 
  •  জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ।
  • প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে স্টকহোম সামিটের মাধ্যমে। 
  •  সদর দপ্তর- নাইরোবি (কেনিয়া) ।

 

common.content_added_by

ICAO

528
528
  •  ICAO - International Civil Aviation Organization. 
  •  বিশ্ব বেসামরিক বিমান সংস্থা
  •  সদর দপ্তর মন্ট্রিল, কানাডা।
common.content_added_by

UNFPA

492
492
  • UNFPA- United Nations Fund for Population Activities.
  • জাতিসংঘের জনসংখ্য তহবিল।
  •  সদর দপ্তর- নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion