বিভিন্ন অর্থনৈতিক ও বাণিজ্যিক সংস্থা

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
833
833
common.please_contribute_to_add_content_into বিভিন্ন অর্থনৈতিক ও বাণিজ্যিক সংস্থা.
common.content

IMF (International Monitory Fund)

663
663
  • IMF- International Monetary Fund.
  • প্রতিষ্ঠিত হয়- ১৯৪৫ সালে
  • সদর দপ্তর ওয়াশিংটন ডি.সি।
  • প্রতিষ্ঠিত হয় ব্রিটন উড়স সম্মেলনের মাধ্যমে। 
  •  ব্রিটন উডস প্রতিষ্ঠান ২টি - (WB, IMF) 

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

Islamic Monetery Fund
International Monetary Forum
International Monetary Fund
Islamic Montary Forum
Islamic Monetery Fund
International Monetary Forum
International Monetary Fund
Islamic Monetary Forum

ব্রেটন উডস ইনস্টিটিউট

506
506
common.please_contribute_to_add_content_into ব্রেটন উডস ইনস্টিটিউট.
common.content

SAPTA (SAARC Preferential Trading Arrangement)

581
581
  • SAPTA - SAARC Preferential Trading Arrangement | 
  •  স্বাক্ষরিত হয় ১১ এপ্রিল ১৯৯৩ (ঢাকা, বাংলাদেশ)।
  •  কার্যকর হয় ৭ ডিসেম্বর ১৯৯৫।
  •  সদস্য দেশ ৮টি (বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা, ভুটান, ভারত ও নেপাল) ।

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

South Asian Presidential Trading Arragement
South Asian Profitable Trading Arrangement
South Asian Professional Trading Agreement
South Asian Preferential Trade Arrangement

WTO-World Trade Organization

776
776
  • WTO- World Trade Organization. 
  • সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
  •  WTO প্রতিষ্ঠিত হয়- ১ জানুয়ারি, ১৯৯৫ সালে। 
  •  WTO এর পূর্বসুরী সংস্থা- GATT.
  • GATT প্রতিষ্ঠিত হয়- ১৯৪৮ সালে ২৩ সদস্য নিয়ে। 
  •  বাংলাদেশ WTO এর সদস্যপদ লাভ করে- ১ জানুয়ারি, ১৯৯৫।
common.content_added_by
common.content_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

উরুগুয়ে রাউন্ড

504
504
common.please_contribute_to_add_content_into উরুগুয়ে রাউন্ড.
common.content

ENRON - এনরন

446
446
common.please_contribute_to_add_content_into ENRON - এনরন.
common.content

ওপেক (OPEC)

498
498
  • OPEC এর পূর্ণরূপ --- Organization of the Petroleum Exporting Countries.
  • OPEC গঠিত হয় ১৪ সেপ্টেম্বর ১৯৬০
  • OPEC প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৫টি (ইরান, ইরাক, কুয়েত, ভেনিজুয়েলা ও সৌদি আরব)। 
  • OPEC বর্তমান সদস্য সংখ্যা- ১৩।
  • OPEC এর সদর দপ্তর অবস্থিত ভিয়েনা, অস্ট্রিয়া (১৯৬৫ সালের পূর্বে সুইজারল্যান্ডের জেনেভা)। 
  • OPEC এর অ-আরব দেশগুলো ইরান, গ্যাবন, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, অ্যাঙ্গোলা, নিরক্ষীয় গিনি ও কঙ্গো 
  • OPEC ভুক্ত অ-আরব এশীয় দেশ ইরান।
     
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ভিয়েনা
তেহরান
জেদ্দা
ম্যানিলা
রাশিয়া
ইরান
ইরাক
ইন্দোনেশিয়া

International Finance Corporation

576
576
common.please_contribute_to_add_content_into International Finance Corporation.
common.content

Bangla Bond

714
714
common.please_contribute_to_add_content_into Bangla Bond.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

কেশব চন্দ্র সেন
গিরিশচন্দ্র সেন
মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
মওলানা আকরাম খাঁ

International Development Association

512
512
common.please_contribute_to_add_content_into International Development Association.
common.content

বিশ্ব বানিজ্য সংস্থা

460
460
common.please_contribute_to_add_content_into বিশ্ব বানিজ্য সংস্থা.
common.content

The World Economic Forum-WEF (বিশ্ব অর্থনৈতিক ফোরাম)

463
463
common.please_contribute_to_add_content_into The World Economic Forum-WEF (বিশ্ব অর্থনৈতিক ফোরাম).
common.content

IMO-International Maritime Organization

528
528
  •  IMO- International Maritime Organization.
  •  সদর দপ্তর- লন্ডন
common.content_added_by

Alibaba

581
581
common.please_contribute_to_add_content_into Alibaba.
common.content

জি-৭৭ (G-77)

666
666
  • G-77 এর পূর্ণরূপ — Group of 77। নির্দিষ্ট কোনো সদর দপ্তর নেই।
  • G-77 প্রতিষ্ঠিত হয়- ১৫ জুন, ১৯৬৪ সালে।
  • G-77 এর বর্তমান সদস্য সংখ্যা- ১৩৪ |
  •  উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক ও বাণিজ্যিক জোট।

 

common.content_added_by

অর্থনৈতিক জোট (EU)

876
876

বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা ইউরোপীয় ইউনিয়নে। ১৯৯৪ সালের ১ জানুয়ারি ইউরোপীয় অর্থনৈতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং ১৯৯৯ সালে ইউরোপীয় মুদ্রার প্রবর্তন ইউরোপে ইউনিয়ন আর্থিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করে। ১৯৯০ সালে বলকান অঞ্চলে সংঘাতময় পরিস্থিতির উদ্ভব হলে ইইউ "সাধারণ পররাষ্ট্র ও নিরাপত্তানীতি" প্রণয়ন করে। ইউরোপীয় সদস্যভুক্ত দেশগুলোর নাগরিকেরা পাসপোর্ট ও ভিসা ছাড়াই অন্যা দেশগুলোতে যাতায়াত করতে পারে।

 

জেনে নিই 

  • বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক জোট EU
  • পূর্ব নাম- EEC, একক মুদ্রার নাম- ইউরো। 
  • সদর দপ্তর- ব্রাসেলস, বেলজিয়াম।
  • ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৬ সালে।
  • ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল (কানাডার 
  • ইউরো মুদ্রা চালু আছে (১৯টি দেশে)।
  • ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর- ফ্রাঙ্কফুট, জার্মানি।
  • সর্বশেষ ইউরো মুদ্রা চালু হয়- লিথুনিয়াতে (২০১৫)
  •  ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য- ৭০৫ জন ।
  • সাখারভ পুরস্কার প্রদান করে ইউরোপিয়ান পার্লামেন্ট
  •  ইউরোপীয় ইউনিয়ন নোবেল পুরস্কার পায়- ২০১২ 
  • ইউরো মুদ্রা চালু হয় ১৯৯৯ সালে।
  • Frontex: ইউরোপিয়ান ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনীর নাম- ফ্রন্টটেন্স।
  •  Troica: গ্রিসকে ঋণদানকারী ৩টি প্রতিষ্ঠান।
  • ইউরোমানি: লন্ডনভিত্তিক অর্থনৈতিক জার্নাল।

ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য ২৮টি

১. জার্মানি

২. মাল্টা 

৩. সাইপ্রাস

৪. হাঙ্গেরি

৫. অস্ট্রিয়া

৬. আয়ারল্যান্ড

৭. বেলজিয়াম

৮. ফিনল্যান্ড

৯. সুইডেন

১০. নেদারল্যান্ডস

১১. ইতালি

১২. ডেনমার্ক

১৩. পোল্যান্ড

১৪. লুক্সেমবার্গ

১৫. স্পেন

১৬. পর্তুগাল 

১৭. স্লোভেনিয়া

১৮. বুলগেরিয়া

১৯. ক্রোয়েশিয়া

২০. স্লোভাকিয়া

২১. লাটভিয়া

২২. লিথুনিয়া

২৩. রোমানিয়া

২৪. এস্তোনিয়া

২৫. চেকপ্রজাতন্ত্র

২৬. গ্রীস 

২৭. ফ্রান্স 

 

Eurozone: ইউরো মুদ্রা গ্রহণকারী দেশসমূহকে একত্রে ইউরোজোন বলা হয়। এর সদস্য-১৯টি। সর্বশেষ ইউরো গ্রহণ করেছে লিথুনিয়া (১ জানুয়ারি ২০১৫)। কখনো ইউরো মুদ্রা গ্রহণ করেনি বা করবে না- ডেনমার্ক ও সুইডেন।  ২০২৩ সালে ইউরোজোনে যোগ দিবে বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া।

 চুক্তিসমূহঃ 

রোম চুক্তি (Rome Treaty)- 1957, উদ্দেশ্য- European Economic Community (EEC) প্রতিষ্ঠা ।

শেনঝেন চুক্তি (Shengen Treaty)- 1985, উদ্দেশ্য- ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশ। ফলটিইটি  

ম্যাসট্রিচট চুক্তি (Mastricht Treaty)- 1992, উদ্দেশ্য- ইউরোপীয় ইউনিয়নে মূল সংবিধান হলো ম্যাসট্রিচট চুক্তি। 

এই চুক্তির ফল-

EEC থেকে EU হয় : ১ নভেম্বর, ১৯৯৩

Euro মুদ্রা চালু হয়: ১ জানুয়ারী, ১৯৯৯

লিসবন চুক্তি (Lasbon Treaty) - 2007, উদ্দেশ্য- ইউরোপীয় ইউনিয়ন সংস্কার।

 

জেনে নিই 

  • GSP: Generalized system of perferences.
  • GSP সুবিধা প্রায়: LDC ভুক্ত দেশ। 
  •  LDC তালিকা থেকে যুক্ত হলে EU দেয়: জিএসপি প্লাস (GSP PLUS) সুবিধা।
  • British Exit = Brexit : EU থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া।
  • Brexit Act কার্যকর- ৩১ জানুয়ারী, ২০২০ মি. ।
  • ব্রিটেন ৪৭ বছর পর ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ত্যাগ করে ।
common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

Eurozone

538
538
common.please_contribute_to_add_content_into Eurozone.
common.content

রোম চুক্তি (Rome Treaty)

432
432
common.please_contribute_to_add_content_into রোম চুক্তি (Rome Treaty).
common.content

শেনঝেন চুক্তি (Shenzhen Treaty)

505
505
common.please_contribute_to_add_content_into শেনঝেন চুক্তি (Shenzhen Treaty).
common.content

Mastricht Treaty

488
488
common.please_contribute_to_add_content_into Mastricht Treaty.
common.content

Developing 8 (D-8)

530
530
  • D-8 (Developing 8) গঠিত হয়- ১৫ জুন ১৯৯৭।
  • D-8-এর সদস্য দেশ ৮টি যথা: বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, তুরস্ক, মিসর, ইরান, ইন্দোনেশিয়া ( শর্টকাট- বাপ মা নাই তুমিই সব ) 
  • D-8-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৫ জুন ১৯৯৭ তুরস্কে ।
  • D-8-এর সদর দপ্তর- ইস্তানবুল, তুরস্ক।
  • D-8-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ২ বছর পরপর ।
common.content_added_by

APEC(আপেক)- Asian pacific Economic Co-operation

618
618
  • APEC-এর পূর্ণরূপ – Asia-Pacific Economic Co-operation.
  • প্রতিষ্ঠিত হয়- ৬ নভেম্বর ১৯৮৯।
  • APEC- এর সদর দপ্তর অবস্থিত সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
  • APEC এর বর্তমান সদস্য সংখ্যা ২১।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

সান্তিয়াগো, চিলি
বালী, ইন্দোনেশিয়া
বেইজিং, চীন
লিমা, পেরু
এ্যালাইড পিস -কিপিং কাউন্সিল
এশিয়ান পাওয়ার এক্সচেঞ্জ করপোরেশন
এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন
কোনটিই নয়

OECD (ওইসিডি)- organization for economic co operation and development

536
536
  • OECD -এর পূর্ণরূপ - Organization for Economic Co operation and Development.
  • এটি কত সালে প্রতিষ্ঠিত হয় ৩০ সেপ্টেম্বর ১৯৬১ ।
  • OECD -এর বর্তমান সদস্য সংখ্যা ৩৮।
  • এর সদর দপ্তর অবস্থিত - প্যারিস, ফ্রান্স।

 

common.content_added_by

G-20 ( জি-২০)

539
539
  • G-20 বিশ্বের ধনী দেশগুলোর সংগঠনের নাম।  
  • G-20 প্রতিষ্ঠিত হয় ২৬ সেপ্টেম্বর ১৯৯৯ সালে
  • G-20 প্রকৃতপক্ষে যে নামে বেশি পরিচিত Group of Twenty Finance Ministers and Central Bank Governors.
  • বর্তমান সদস্যঃ (২১টি) 
    • ১৯টি স্বাধীন রাষ্ট্র, 
    • ইউরোপীয় ইউনিয়ন, ও 
    • আফ্রিকান ইউনিয়ন। 
  • প্রথম G-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। 
  • সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ভারতে (১৮তম)
  • সর্বশেষ সদস্যঃ আফ্রিকান ইউনিয়ন (৯ সেপ্টেম্বর, ২০২৩)
common.content_added_by
common.content_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

টোকিও
হাংঝু,চীন
হামবুর্গ, জার্মানি
সাও পাওলো ব্রাজিল
টোকিও
হাংঝু,চীন
হামবুর্গ, জার্মানি
সাও পাওলো ব্রাজিল

ABD - Asian development Bank

466
466
  •  ADB-এর পূর্ণরূপ -Asian Development Bank
  • ADB-এর প্রতিষ্ঠাকাল ২২ আগস্ট ১৯৬৬।
  •  সদর দপ্তর অবস্থিত ম্যানিলা, ফিলিপাইন।
  •  বর্তমান সদস্য সংখ্যা ৬৮।
  • এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে ।

 

common.content_added_by

ইসলামি উন্নয়ন ব্যাংক (IDB)- Islamic Development Bank

907
907
  • IDB-এর পূর্ণরূপ - Islamic Development Bank |
  • IDB যে সংস্থার একটি বিশেষায়িত ইনস্টিটিউট OIC ।
  • ইসলামী উন্নয়ন ব্যাংকের কার্যক্রম শুরু হয় ২০ অক্টোবর ১৯৭৫ ।
  • বর্তমানে IDB-এর সদস্য সংখ্যা ৫৭।
  • IDB-এর ৫৭তম সদস্য দেশ গায়ানা (১৮ মে ২০১৬)।
  •  IDB-এর সদর দপ্তর অবস্থিত জেদ্দা, সৌদি আরব।
  • আইডিবির সদস্যপদ লাভের যোগ্যতা ওআইসির সদস্য হওয়া।
  •  IDB-এর বর্তমান সভাপতি বন্দর আল হাজার (সৌদি আরব)। 
  • বাংলাদেশে IDB-এর কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সাল থেকে।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

Islamic Development Bard
Islamic Development bank
Islamic Development bond
Islamic Development Bond
None
Islamic Development Bard
Islamic Development Bank
Islamic Development Bond
Islamic Development Bureau
None

জি-৭ (G-7)

563
563

G-7 (Group of 7) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি অর্থনৈতিক সংঘ। এই দেশসমূহ ইউরোপীয় ইউনিয়ন ও জি-৭ এ প্রতিনিধিত্ব করে। এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ। ২০১৪ সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার | সংশ্লিষ্টতার কারণে ২০১৪ এর ২৪ মে রাশিয়াকে জি-৮ থেকে বাদ দেওয়া হলে জোট আবারও স্নায়ুযুদ্ধের সময়ের জি-৭ জোট নামে আগের পরিচিতি ফিরে পায়।

 

জেনে নিই 

  •  G-7 প্রতিষ্ঠিত হয়- ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।
  •  দেশসমূহ: যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান (একমাত্র এশীয় দেশ), কানাডা ও যুক্তরাষ্ট্র। 
  • ২০১৪ সালে G-8 থেকে রাশিয়া ক্রিমিয়া দখল করলে রাশিয়াকে জি-৮ থেকে বের করে দেওয়া হয়।
  •  ৪৮তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হয় : জার্মানিতে, ২০২২ সালে।
  •  G-7 এর লক্ষ্য ও উদ্দেশ্য- সদস্য দেশগুলোর পারস্পরিক অর্থনৈতিক পারস্পরিক সহযোগিতা।
  •  [G-7+5] হলো জি-৭ এর সদস্য + ব্রাজিল, চীন, ভারত, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত গ্রুপ।

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion