১৩.০১.২০১৮
বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড
শিবালয় শাখা, মানিকগঞ্জ।
ব্যবস্থাপক,
নাভানা ফার্নিচারস এন্ড কোং
মতিঝিল, ঢাকা।
বিষয়ঃ অফিস ডেস্ক, চেয়ার এবং টেবিল ক্রয় প্রসঙ্গে।
জনাব,
সদ্য-উদ্ধোধনকৃত শিবালয় শাখার অধীন বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড এর প্রয়োজনীয় বেশ কিছু ফার্নিচার ও আনুষাঙ্গিক জিনিসপত্র আপনার বিখ্যাত নাভানা ফার্নিচার এন্ড কোং হতে নেয়া হয়েছে। কিন্তু আরো কিছু অফিসিয়াল ডেস্ক, চেয়ার এ টেবিল (যার সংখ্যা ও নাম নিচে উল্লেখ করা হলো) আগামী ২০.০১.২০১৮ তারিখের মধ্যে পাঠানোর অনুরোধ জানাচ্ছি।
১. তিনটি একক চেয়ার ।
২. তিনটি একক টেবিল।
৩. মাঝারি সাইজের দুটো টেবিল ও দুটো ডেস্ক টেবিল।
উল্লেখ্য যে, উল্লিখিত সামগ্রীর প্রস্তুতকারী প্রতিষ্ঠান, নাম ও মূল্য তালিকা সঙ্গে সংযোজন করবেন।
বিনীত
আশরাফুল কবির
ব্যবস্থাপক বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড
শিবালয় শাখা, মানিকগঞ্জ।