অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বাগযন্ত্র | - | NCTB BOOK
619
619

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. কোনটি বাগ্‌যন্ত্র? ক. পাকস্থলী খ. ফুসফুস গ. পিত্তকোষ ঘ. যকৃৎ 

২. ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? ক. নাসারন্ধ্র খ. মুখবিবর গ. তালু ঘ. ক ও খ উভয়ই 

৩. বাষ্প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম - ক. তালু খ. মূর্ধা গ. দন্ত ঘ. ওষ্ঠ 

৪. বাগ্‌যন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? ক. দাঁত খ. মূর্ধা গ. দন্তমূল ঘ. জিভ 

৫. মুখ-গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? ক. সামনে খ. পিছনে গ. উপরে ঘ. নিচে 

৬. নাসিক্য ধ্বনি তৈরি হয় কীভাবে? ক. আলজিভ নিচে নেমে এলে খ. জিভ তালুতে স্পর্শ করলে গ. ঠোঁটের ফাঁকা কম-বেশি হলে ঘ. জিভ মূর্ধায় স্পর্শ করলে

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

common.read_more

টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion