গ্যাস ওয়েন্ডিং, ব্রেজিং, টিউব লকরিং এর প্রয়োজনীয় মালামাল সংগ্রহ ও জব প্রস্তুতি (৫.১)

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK
406
406

এই শিখনফল অর্জনের মাধ্যমে আমরা ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম, গ্যাস ওয়েন্ডিং এর যন্ত্রপাতি ও সরঞ্জামাদি, ব্রেজিং এর প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি, পাইপ ফিটিংস, ফ্লায়ারিং ও সোয়াজিং টুলস বক্স, টিউব বেড, লকরিং জয়েন্ট এর কাজে ব্যবহৃত সরঞ্জাম সম্পর্কে জেনে তা শনাক্ত করতে পারব।

common.content_added_and_updated_by

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (৫.১.১)

205
205

ব্যক্তিগত নিরাপত্তা সরজা (Personal Protective Equipment PPE )

কাজ করার সময় যে সকল সরঞ্জাম বা ইকুইপমেন্ট ব্যবহার করলে নিজেকে মারাত্মক কোন দুর্ঘটনা থেকে রক্ষা করা যায় সেগুলিকে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম বা পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (সংক্ষেপে PPE ) বলে।

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামে বা থাকে -

  • মাক্স
  • সেফটি বেল্ট
  • সেফটি গগলস
  • সেফটি হেলমেট
  • সেফটি সু
  • হ্যান্ড গ্লাভস 
  • অ্যাপ্রন
  • ইয়ার প্লাগ

 

common.content_added_by

গ্যাস ওয়েল্ডিং এর যন্ত্রপাতি ও সরঞ্জামাদি (৫.১.২)

530
530

ধাতব খণ্ড জোড়া বা সংযোগ বা মেরামত করতে ওয়েল্ডিং (Welding) করা হয়। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর কাজে গ্যাস ওয়েল্ডিং বেশি ব্যবহার করা হয়। গ্যাস ওয়েন্ডিং এর যন্ত্রপাতি ও সরঞ্জাম চিনে নিজে পরবর্তী কাজটি করি-

অনুসন্ধানমূলক কাজ

তোমার এলাকা অথবা বিদ্যালয়ের ইন্সটিটিউটের টিএসসির আশে পাশের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং | এর ওয়ার্কশপ থেকে নিচে উল্লেখিত কম্পোনেন্টের লোকাল/আঞ্চলিক নাম ও সঠিক নাম জেনে সঠিক নামটি নিচের তালিকায় লেখ।

 

 

common.content_added_by

ব্রেজিং এর প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং সরঞ্জাম (৫.১.৩)

230
230

ক) অক্সিজেন গ্যাস 

খ) অ্যাসিটিলিন গ্যাস 

গ) হোস পাইপ 

ঘ) ওয়েল্ডিং টর্স 

ঙ) রেগুলেটর 

চ) স্পার্ক লাইটার 

ছ) ওয়্যার ব্রাশ 

জ) টংস বা সাঁড়াসী 

ঝ) টিপ ক্লিনার 

ঞ) ব্রেজিং ফিলার রড 

ট) পানির পাত্র 

ঠ) ফ্লাক্স ।

 

common.content_added_and_updated_by

পাইপ ফিটিংস (৫.১.৪)

914
914

পাইপ ফিটিংস ( Pipe Fittings)

এককভাবে পাইপ বা টিউবকে ব্যবহার উপযোগী করা সম্ভব হয় না । একে ব্যবহার উপযোগী করার জন্য বিভিন্ন ধরনের সংযোজক বা উপকরণ ব্যবহার করা হয়। যেসব উপকরণ ব্যবহার করে টিউব বা পাইপকে কার্যপোযোগী করা যায় তাকে ফিটিংস বলে । ফিটিংসের সাহায্যে পাইপ বা টিউবকে সংযোগ করে ইচ্ছেমতো ব্যবহার করা যায় ।

ফিটিংসের প্রয়োজনীয়তা 

রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, প্লাম্বিং ইত্যাদি কাজে টিউব বা পাইপ লাইনের সংযোগ এবং এক অংশের সাথে অন্য অংশ সংযোগ করতে ফিটিংসের প্রয়োজন হয়। দীর্ঘ লাইন, উপ-লাইন তৈরি করতে, নিয়ন্ত্রক স্থাপন করতে ফিটিংস ব্যবহার করা হয়।

ফিটিংসের তালিকা 

রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এ বিভিন্ন ধরনের ফিটিংস ব্যবহার করা হয় । এগুলো হল- 

ক) ফ্লায়ারিং বা টিউব ফিটিংস 

(খ) সোন্ডারিং ফিটিংস 

(গ) পাইপ ফিটিংস।

 

ক) ফ্লায়ারিং বা টিউব ফিটিংসের তালিকা 

১) ফ্লায়ারিং নাট (Flaring Nut) 

২) ফ্লায়ার টি (Flare Tee) 

৩) ফ্লায়ার ইউনিয়ন (Flare Union) বা স্ট্রেইট কানেক্টর (Straight Connector) 

৪) হাফ ইউনিয়ন (Half Union) 

৫) ফ্লায়ার রিডিউসিং ইউনিয়ন (Flare Reducing Union) 

৬) ফ্লায়ার এলবো (Flare Elbow) 

৭) ফ্লায়ার কানেক্টর (Flare Connector) 

৮) ফ্লায়ার ক্রস (Flare Cross) 

৯) ফ্লায়ার ক্যাপ নাট বা ডেড নাট (Flare Cap Nut or Dade Nut) 

১০) ফ্লায়ার প্লাগ বা ডেড প্লাগ (Flare Plug or Dade Plug ) 

১১) কপার সিল বনেট (Copper Seal Bonnet) 

১২) কপার সিল গ্যাসকেট (Copper Seal Gasket) ।

 

খ) সোল্ডারিং ফিটিংসের তালিকা 

১) সোল্ডার (কপার) সকেট 

২) সোল্ডার (কপার) এলবো 

৩) সোল্ডার (কপার) রিডিউসিং সকেট 

৪) সোল্ডার (কপার) আডাপ্টর 

৫) সোল্ডার (কপার) টি ইত্যাদি।

 

গ) পাইপ ফিটিংসের তালিকা

১) ইউনিয়ন 

২) সকেট ইউনিয়ন

৩) নিপল

৪) এলবো

৫)টি

৬) ডেড প্লাগ ইত্যাদি ।

 

ফিটিংসের (Fitting) বর্ণনা 

ফিটিংসের মাপে ইঞ্চি ও মিলিমিটার (মিমি) এ দু'প্রকারের প্রচলন রয়েছে। বর্তমানে মিলিমিটার মাপের ফিটিংস বেশি ব্যবহার হচ্ছে। গঠন, ব্যবহার ও তৈরি করার দিক থেকে বিভিন্ন ধরনের ফিটিংস ব্যবহৃত হয় । নিচে এ ধরনের কিছু ফিটিংস উল্লেখ করা হল-

ক) ব্রাশ ফিটিংস

খ) কপার বা সোল্ডার ফিটিংস

গ) পাপ ফিটিংস

ঘ) হোস ক্লাম্প ফিটিংস

ঙ) লকরিং জয়েন্ট

চ) কুইক কাপলার, ইত্যাদি।

ফিটিংসের ব্যবহার 

সংযোগ ছাড়া কোনো প্রকার কারিগরি ও প্রকৌশল সংক্রান্ত কাজ করা সম্ভব নয়। এ সংযোগের জন্য বিভিন্ন প্রকার ব্যবস্থাও রয়েছে। ফিটিংস এগুলোর মধ্যে অন্যতম এবং বহুল প্রচলিত সংযোগ ব্যবস্থা। বিশেষ করে আরএসি কাজে ফিটিংসের ব্যবহার অপরিসীম । নিচে ফিটিংসের ব্যবহার বর্ণনা করা হল-

ফিটিংসের নামব্যবহার
ব্রাশ ফিটিংসহিমায়ন ও শীতাতপ নিয়ন্ত্রনের বিভিন্ন কাজে ফিটিংস ব্যবহার করে কপার টিউবকে বিভিন্নরূপে বা সাইজে রূপদান করতে হয়। বিভিন্ন কাজের প্রয়োজনে টিউবকে বিন্যাস | করতে ফিটিংস খুবই দরকার । প্রবাহী পথকে ভিন্ন দিকে বা বিভিন্ন দিকে বা ছোট বড় করার জন্য এ ফিটিংস ব্যবহার করা হয় ।
কপার/সোল্ডার ফিটিংসরেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমের প্রবাহী পথ স্থায়ীভাবে সংযোগ দেয়ার জন্য ব্যবহার হয়। এর সাহায্যে প্রবাহী পথকে সংযোগ করার জন্য ব্যবহৃত হয় ।
পাইপ ফিটিংস হিমায়ন ও শীতাতপ নিয়ন্ত্রণ পদ্ধতির যে ক্ষেত্রে পাইপ ব্যবহার করা হয় সে ক্ষেত্রে তরল (পানি, ব্রাইন, চিল্ড ওয়াটার ইত্যাদি) হিমায়কের বিভিন্নমুখী প্রবাহের জন্য ব্যবহার করা হয় ।
হোস ক্লাম্পহিমায়ন ও শীতাতপ নিয়ন্ত্রণ পদ্ধতির গ্যাস ওয়েল্ডিং সেটের হোস পাইপ, এয়ার কম্প্রেসরের হোস পাইপ ও কার এসির বিভিন্ন অংশের মধ্যে সংযোগ করা হয়।
লকরিং জয়েন্টব্রেজিং বা ফ্লায়ার জয়েন্ট ছাড়া দ্রুত কপার টিউব সংযোগ করার জন্য ব্যবহার করা হয়।
কুইক কাপলারঅটোকারের এসিতে লিক টেস্ট, ইভ্যাকুয়েশন ও হিমায়ক চার্জ করার জন্য যে পোর্ট রাখা হয় তার সাথে দ্রুত সংযোগ করার জন্যে ব্যবহার করা হয়।

 

নিচে বিভিন্ন আকৃতির কপার টিউব ফিটিংসের চিত্র দেখানো হল-

 

 

common.content_added_by

সোয়াজিং টুলস (৫.১.৫)

268
268

রেফ্রিজারেশন পদ্ধতিতে দুই ধরনের সোয়ান্টিং টুলস ব্যবহৃত হয়- ক) পাঞ্চ টাইপ ও খ) লিভার টাইপ। এর সাহায্যে একই বাসের দুইটি কপার বা অ্যালুমিনিয়ামের টিউব স্থায়ী ভাবে জোড়া দেয়ার জন্য টিউবের মাথা সোয়াজিংকরা হয়।

 

common.content_added_by

ফ্লায়ারিং ও সোয়াজিং টুলস বক্স (৫.১.৬)

286
286

বিভিন্ন ব্যাসের কপার টিউবকে ফ্লায়ারিং ও সোয়াজিং করতে এই টুলস বক্স ব্যবহার করা হয়। এই বক্সে সাধারনত ইয়োক, ভাইস, টিউব কাটার, ফ্লায়ারিং ও সোয়াজিং বিট, র্যাচের রেঞ্চ থাকে।

 

common.content_added_by

টিউব বেন্ড (৫.১.৭)

290
290

বিভিন্ন সাইজের কপার ও অ্যালুমিনিয়ামের টিউব বাঁকা করার পদ্ধতিকেই টিউব বেন্ড বলে। রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনারের কাজের প্রয়োজনে বিভিন্ন সময়ে টিউব এবং পাইপ বাঁকা করার দরকার হয়। তাই টিউব এবং পাইপ বাঁকা করার কাজে বিভিন্ন ধরনের বেন্ডার ব্যবহার করা হয়। টিউব বেন্ডার প্রধানত দুই প্রকার-

১. স্প্রিং টাইপ 

২. মেকানিকাল টাইপ

 

১) স্প্রিং টাইপ টিউব বেন্ডার 

স্প্রিং টাইপ টিউব বেন্ডারকে খাবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এদের একটি ইন্টার্নাল স্প্রিং বেন্ডার এবং অপরটি এক্সটার্নাল স্প্রিং বেন্ডার । উভয় প্রকারই বিভিন্ন সাইজের হয়ে থাকে। ইন্টার্নাল স্প্রিং বেন্ডার টিউবের মাধার নিকটবর্তী স্থানে বেন্ড ৰা বাঁকা করা এবং সোজা করার জন্য তৈরি করা হয়েছে। এক্সটার্নাল স্প্রিং রেন্ডার টিউকের মাঝামাঝি স্থানে বেন্ড বা বাঁকা করার জন্য তৈরি করা হয়েছে।

২) মেকানিক্যাল টিউব বেন্ডার 

মেকানিক্যাল টিউব বেন্ডারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এদের একটি লিডার টাইপ বেন্ডার এবং অপরটি গিরার টাইপ বা কম্বিনেশন পিতার টাইপ বেন্ডার । লিভার টাইপ বেন্ডার টিউবের ব্যাস অনুপাতে বিভিন্ন সাইজের হয়ে থাকে এবং কম্বিনেশন লিভার-টাইপ বেন্ডারের ফরমা এবং ব্লক পরিবর্তন করে বিভিন্ন ব্যাসের টিউবকে বেন্ড করা যায় । 

 

common.content_added_by

লকরিং জয়েন্টের কাজে ব্যবহৃত সরঞ্জাম (৫.১.৮)

255
255

লকরিং জয়েন্টের কাজে ব্যবহৃত সরঞ্জাম

শ্রেণির তাত্ত্বিক কাজ

স্কুলের ওয়ার্কশপে রক্ষিত লকরিং জয়েন্টের সরঞ্জাম থেকে চিত্র ৫.৮ এ উল্লেখিত সরগ্রামগুলোর স্পেসিফিকেশন সংগ্রহ করে নিচের তালিকাটি পূরণ করি

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion