হস্তচালিত নলকূপের কার্যপদ্ধতি (Hand tube well procedure ) (১৪.৩)

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK
245
245

হস্তচালিত নলকূপ হতে পানি ওঠানোর জন্য নলকূপের হাতল বার বার চাপতে হয়। হাতলে চাপ প্রয়োগ করে পানি ওঠানো হয় বলে একে 'চাপকল ও বলা হয়। হাতলে চাপ প্রয়োগ করে নিচের দিকে নামালে হাতলের মাথায় সংযুক্ত কানেক্টিং রডের টানে পিস্টন ওপর দিকে উঠে আসে। এ সময় পিস্টনের ভালভটি বন্ধ থাকে বলে নিচের অংশে ব্যারেলের মধ্যে বায়ু শূন্যতার সৃষ্টি হয়। ফলে, নিচের দিক হতে পানি চেক ভালভকে ঠেলে উপরে ব্যারেলের মধ্যে প্রবেশ করে। এতে ব্যারেল পানি দ্বারা ভর্তি হয়। আবার, হাতল উপর দিকে টেনে তোলা হলে কানেক্টিং রডের নিম্নমুখি চাপের কারণে পিস্টন নিচের দিকে নামে। নিচে চেকভালভ বন্ধ থাকায় ব্যারেলের পানির চাপে পিস্টন ভালভ খুলে যায় এবং পানি উপরে উঠে আসে। আবার যখন হাতল নিচের দিকে চাপা হয় তখন আগের মতো পানির চাপে পিস্টন উপর দিকে ওঠে এবং একই ভাবে পানি উপরে উঠে আসে। অতিরিক্ত পানি ব্যারেলের উপর দিকের নির্গম মুখ দিয়ে বের হয়ে আসে। এভাবে ক্রমাগত হাতল ওঠা-ন হতে থাকে।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion