উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

দীপক বাবু সন্তানের জন্মের দিন থেকে ছয় মাস পূর্ণ হয়েছে। এ জন্য সন্তানের কল্যাণ কামনায় বাড়িতে একটি সংস্কার পালন করেন। অপর দিকে রমলা বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে বাড়িতে এসেছে। এ সময় তার বাবা রমলাকে সোনার গহনা পরিয়ে সকলের উপস্থিতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানটি ছিল রমলার জীবনের একটি বিশেষ দিন।

দীপক বাবু সন্তানের কল্যাণ কামনায় কোন সংস্কারটি পালন করে?

dsuc.created: 2 weeks ago | dsuc.updated: 2 weeks ago
dsuc.updated: 2 weeks ago
Promotion