করিম সাহেব দীর্ঘদিন যাবৎ স্টেরওয়েডযুক্ত ঔষধ সেবন করে আসছেন। ইদানিং তার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিয়েছে। অপরদিকে তার ছোট ভাই রফিকের হাতের গিটে দীর্ঘদিন ধরে ব্যথা হচ্ছে।
করিম সাহেবের ক্ষেত্রে-
i. ননিতোলা দুধ ও দুগ্ধজাত খাবার খেতে হবে
ii. সূর্যালোকের সংস্পর্শে আসতে হবে
ili. প্রয়োজন হলে কুসুম গরম স্যাঁক দিতে হবে।
নিচের কোনটি সঠিক?