Academy

বাদল ও শুভ দুজনেই শহরে বাস করে। তবে শুভর শহরটি একটি প্রশাসনিক শহর। অন্যদিকে বাদল যে শহরে বাস করে সেটি আগে গ্রাম হিসেবে পরিচিত ছিল। কিন্তু কয়েক বছর আগে সেখানে একটি ইপিজেড প্রতিষ্ঠিত হওয়ায় তা এখন শহর হিসেবে পরিচিতি লাভ করেছে।

বাদলের শহরটি গড়ে ওঠার পিছনে ইপিজেড-এর ভূমিকা ব্যাখ্যা করো। (প্রয়োগ)

dsuc.created: 4 months ago | dsuc.updated: 4 months ago
dsuc.updated: 4 months ago

উদ্দীপকে বাদলের শহরটি গড়ে ওঠার পিছনে ইপিজেড (EPZ- Export Processing Zone) এর ভূমিকা রয়েছে।

বাদলের শহরটি পূর্বে গ্রাম ছিল। সেখানে একটি ইপিজেড (শিল্প এলাকা) প্রতিষ্ঠিত হওয়ায় এখন তা শহর হিসেবে পরিচিতি লাভ করেছে। বস্তুত শিল্পকে কেন্দ্র করে কোনো স্থানে ধীরে ধীরে জনবসতি ঘন হয়ে ওঠে। বসতির লোকেরা শিল্পকারখানার আশপাশে বিভিন্ন দোকানপাট গড়ে তোলে। অনেক ছোট ছোট ব্যবসা-প্রতিষ্ঠানও গড়ে ওঠে। এছাড়া বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন যেমন- গ্যাস, পানি, বিদ্যুৎরাস্তাঘাট, ব্যাংক-বীমা ইত্যাদি সহজলভ্য হয়। এভাবে ধীরে ধীরে কোনো স্থানে গড়ে ওঠা শিল্পকারখানাকে কেন্দ্র করে অর্থনৈতিক ক্রিয়াকলাপ ও জনবসতি বৃদ্ধি পায়। যা পরবর্তীতে শহরে পরিণত হয়।

সুতরাং বলা যায়, বাদলের শহরটি গড়ে ওঠার পিছনে ইপিজেড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

4 months ago

ভূগোল ও পরিবেশ

Please, contribute to add content.
Content
Promotion