পলাশ বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ পাশ করে বিদেশে পাড়ি জমান। দীর্ঘ ১০ বছর পর তিনি দেশে ফিরে এসে নিজ গ্রামে একটি মুড়ি ও একটি চানাচুর কারখানা গড়ে তোলেন। এসব কারখানায় তিনি গ্রামের মহিলাদের কাজের সুযোগ করে দেন। এই কাজের মাধ্যমে মহিলাদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরে এসেছে। তারা ছেলে-মেয়েদের লেখাপড়া শেখাচ্ছেন ও স্বাস্থ্য সেবাও নিশ্চিত করছেন।