ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয়ের শাসন

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | - | NCTB BOOK
1k
1k
common.please_contribute_to_add_content_into ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয়ের শাসন.
common.content

লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (১৮৩৩-১৮৩৫)

595
595
  • ১৮২৯ সালের ৪ ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা বাতিল করেন।
  • লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক রাজা রামমোহন রায়ের সহযোগিতা লাভ করেন জঘন্য সতীদাহ প্রথা সংস্কারে ।
  • ১৮৩৫ সালে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রসারে সর্বপ্রথম ম্যাকলে শিক্ষা নীতি প্রণয়ন করেন বেন্টিঙ্ক ।
  • লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সরকারি অফিস আদালতে ফারসি ভাষার বদলে ইংরেজি ভাষা চালু করেন।
common.content_added_by

লর্ড ডালহৌসি(১৮৪৮-১৮৫৬)

635
635
  • সাম্রাজ্যবাদী লর্ড ডালহৌসি "স্বত্ব বিলোপ নীতি' প্রবর্তন করেন।
  • ১৮৫০ সালে প্রথম কলকাতায় টেলিগ্রাফ লাইন স্থাপন করেন।
  • ১৮৫৩ সালে তিনি উপমহাদেশে প্রথম রেলপথ ব্যবস্থা চালু করেন (হাওরা-হুগলি)।
  • বাংলাদেশে প্রথম রেলপথ স্থাপন করেন ১৯৬২ সালে (দর্শনা-কুষ্টিয়া)।
  • বিশ্বের প্রথম রেলপথ স্থাপিত হয় লন্ডনে ১৮২৫ সালে।
  • ১৮৫৬ সালে (The Hindu Widows Re-marriage Act) পাস করে ।
  • হিন্দু বিধবা বিবাহ আইন পাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা অনস্বীকার্য।
common.content_added_by

ক্যানিং (১৮৫৮-১৮৬২)

544
544
  • উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ক্যানিং ।
  • ক্যানিং উপমহাদেশের প্রথম ভাইসরয় ছিলেন।
  • তিনি উপমহাদেশে কাগজের মুদ্রা চালু করেন- ১৮৫৭ সালে।
  • ক্যানিং এর আমলে ১৮৫৭ সালে উপমহাদেশে সিপাহি বিদ্রোহ হয়।
  • ১৮৬১ সালে লর্ড ক্যানিং উপমহাদেশে পুলিশ সার্ভিস ও ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করেন।
  • জমিদারদের থেকে রায়তদের রক্ষার্থে (Tenancy Act 1885) পাশ করেন।
common.content_added_by

লর্ড মেয়ো (১৮৬৯-১৮৭২)

571
571
  • ভারতীয় উপমহাদেশে প্রথম আদমশুমারি পরিচালিত হয় লর্ড মেয়ো এর সময় ।
  • প্রথম আদমতমারি পরিচালিত হয় ১৮৭২ সালে।
  • লর্ড মেয়ো একমাত্র ভাইসরয় যিনি খুন হন।
common.content_added_by

লর্ড লিটন (১৮৭৬-১৮৮০)

645
645
  • লর্ড লিটন ১৮৭৮ সালে অস্ত্র আইন (The Arms Act) পাস করেন।
  • তিনি ১৮৭৮ সালে সংবাদপত্র আইন (Vernacular Press Act) করে কথা বলার অধিকার হরণ করে।
common.content_added_by

লর্ড রিপন (১৮৮০-১৮৮৪)

565
565
  • লর্ড রিপন ১৮৮১ সালে শ্রমিক কল্যাণের জন্য ফ্যাক্টরি আইন চালু করে।
  • ১৮৮২ সালে উইলিয়াম হান্টারকে চেয়ারম্যান করে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন গঠন করেন লর্ড রিপন।
  • সংবাদপত্র আইন রহিত করে সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন।
  • ভারতে স্থানীয় সরকার ব্যবস্থার প্রবর্তক লর্ড রিপন।
  • তিনি ইলবার্ট বিল পাস করেন।
  • Judge me by my acts and not by my words -লর্ড রিপন
common.content_added_by

স্যার জন লরেন্স (১৮৮৪-১৮৮৮)

532
532

স্যার জন লরেন্স ১৮৬৪ সালের ১লা আগস্ট ঢাকা পৌরসভা গঠন করেন।

common.content_added_by

লর্ড কার্জন (১৮৯৯-১৯০৫)

605
605
  • ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় লর্ড কার্জন এর সময়কালকে ।
  • ১৯০৪ সালে তিনি কার্জন হল প্রতিষ্ঠা করেন।
  • ১৯০৫ সালের ১৬ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করে লর্ড কার্জন।
  • ভারতের বৃহত্তম লাইব্রেরি ইম্পেরিয়াল লাইব্রেরি (কলকাতা )প্রতিষ্ঠা করেন।
common.content_added_by

লর্ড হার্ডিঞ্জ (১৯১০-১৯১৬)

545
545
  • বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ।
  • ১৯১১ সালে ১২ ডিসেম্বর রাজা পঞ্চম জর্জ দিল্লিতে আগমন উপলক্ষে বঙ্গভঙ্গ রদ করা হয়।
  • তিনি ১৯১১ সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন।
  • ১৯১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নাথান কমিশন (১৩) গঠন করেন।
  • ১৯১২ সালে সারদা পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করেন লর্ড হার্ডিঞ্জ।
  • ১৯১৫ সালে হার্ডিঞ্জ ব্রিজ (রেলসেতু) নির্মাণ করেন।

common.content_added_by

চেমস (১৯১৬-১৯২১)

460
460
  • মন্টেগু চেমসফোর্ড আইন (১৯১৯) প্রণীত হয় যা ভারত শাসন আইন নামে পরিচিত।
  • এই আইন মোতাবেক, কেন্দ্রীয় আইনসভা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট।
  • দ্বৈতশাসন নীতি কার্যকর থাকলেও গভর্নরের হাতে ছিল প্রকৃত ক্ষমতা।
  • এজন্য জনগণের স্বায়ত্তশাসনের দাবী পূরণ হয়নি।
common.content_added_by

লর্ড রিডিং (১৯২১-১৯২৬)

476
476

লর্ড রিডিং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ১৯২১ সালে।

common.content_added_by

লর্ড আরউইন (১৯২৬-১৯৩১)

521
521
  • লর্ড আরউইন সাইমন কমিশন প্রতিষ্ঠা করেন ১৯২৭ সালে।
  • তিনি প্রথম গোল টেবিল বৈঠক আয়োজন করেন ১৯৩০ সালে।
common.content_added_by

উইলিংডন (১৯৩১-১৯৩৬)

541
541

উইলিংডন ভারত শাসন আইন (১৯৩৫) প্রণয়ণ করেন।

common.content_added_by

লর্ড লিনলিথগো (১৯৩৬-১৯৪৩)

541
541
  • লর্ড লিনলিথগো প্রথম প্রাদেশিক নির্বাচন প্রদান করেন ১৯৩৭ সালে ।
  • লর্ড লিনলিথগো উপমহাদেশে ক্রিপস মিশন (১৯৪২) প্রেরণ করে।
common.content_added_by

লর্ড ওয়াভেল (১৯৪৩-১৯৪৭)

496
496

তেতাল্লিশের দুর্ভিক্ষ(১৯৪৩)/পঞ্চাশের মন্বন্তর(১৩৫০) এর সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। ১৯৪০ সালের ঘূর্ণিঝড় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ১৯৪২ সালে বার্মা (মায়ানমার) দখল করলে চাল আমদানির পথ বন্ধ হয়ে যায়।

সমসাময়ীক গ্রন্থঃ মধুশ্রী মুখোপাধ্যায়ের Churchill's Secret War, বিভূতিভূণের উপন্যাসঃ "অসনি সংকেত'। চলচিত্রঃ সত্যজিৎ রায়ের 'অসনি সংকেত' (১৯৭৩), মৃণাল সেনের 'আকালের সন্ধানে' (১৯৭০)। চিত্রকর্মঃ জয়নুল আবেদীনের 'ম্যাডোনা-৪৩'।

common.content_added_by

লর্ড মাউন্টব্যাটেন (মারচ-আগস্ট, ১৯৪৭)

517
517
  • ১৯৪৭ সালের ৩ জুন মাউন্টব্যাটেন ভারতবর্ষকে দুটি সার্বভৌম রাষ্ট্র করার পরিকল্পনা করেন, যা 'মাউন্টব্যাটেন পরিকল্পনা' নামে পরিচিত।
  • তিনি সাইরিল ব্র্যাডক্লিফকে দুটি সীমানা কমিশনের চেয়ারম্যান করেন ।
  • ১৯৪৭ সালের ১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত স্বাধীনতা আইন’ পাশ হয়।
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion