চেয়ারম্যান আখতারের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র আফতাব উত্তরাধিকারী। হিসেবে পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হন। তার পিতার মৃত্যুর সুযোগে পার্শ্ববর্তী চেয়ারম্যান নয়ন বিদ্রোহ করলে আফতাব দলবল নিয়ে তাকে দমন করেন এবং পরবর্তীতে নয়ন বশ্যতা স্বীকারে বাধ্য করেন।
উমাইয়া শাসক দ্বিতীয় হাকাম সিংহাসনে আরোহণ করেন কত খ্রিস্টাব্দে?