'ক' রাজ্যের রাজা বল্লম সেন কার্তিককে হত্যা করে ক্ষমতা দখল করেন। রাজ্যের প্রথা অনুযায়ী গনেশ তার সুন্দরী কন্যাকে শিষ্ঠাচার শিখানোর জন্য রাজদরবারে প্রেরণ করেন। দুশ্চরিত্র বল্লম সেন গণেশের কন্যার শ্লীলতাহানী করে। ফলে গণেশ পার্শ্ববর্তী রাজ্যের রাজাকে 'ক' রাজ্যে আক্রমণের অনুরোধ জানায়।
উক্ত ঘটনার তৎকালিন রাজার পরাজয়ের কারণ ছিল-
i. চারিত্রিক অবক্ষয়
ii. প্রসাদ ষড়যন্ত্র
iii. প্রতিপক্ষের সম্মিলিত আক্রমণ
নিচের কোনটি সঠিক?