উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

হাবিব সাহেব একটি হোটেলের মালিক। দুপুরের খাবার পরিবেশনের সময় দেখা গেল কিছু উপকরণ তখনও রান্না হয়নি। জনাব হাবিব এর কারণ জানতে চাইলে বাবুর্চি জানলেন রান্নার কাঁচামাল বিলম্বে আসায় সমস্যার সৃষ্টি হয়েছে। এতে জনাব হাবিব হোটেলের সকল কর্মচারীর ওপর অসন্তুষ্ট হলেন।

উল্লিখিত হোটেলে সমন্বয়ের কোন নীতি ভঙ্গ হয়েছে?

dsuc.created: 11 months ago | dsuc.updated: 11 months ago
dsuc.updated: 11 months ago
Promotion