অ্যানজাইনা

একাদশ- দ্বাদশ শ্রেণি - জীববিজ্ঞান জীববিজ্ঞান দ্বিতীয় পত্র | - | NCTB BOOK
706
706

অ্যানজাইনা  (Angina):
হৃৎপেশি যখন O2 সমৃদ্ধ পর্যাপ্ত রক্ত সরবরাহ পায় না তখন বুক নিষ্পেষিত হচ্ছে বা দম বন্ধ হয়ে আসছে এমন মারাত্মক অস্বস্তি অনুভূত হলে সে ধরণের বুকে ব্যথাকে অ্যানজাইনা  বা অ্যানজাইনা পেকটোরিস (angina/angina pectoris) বলে।

অ্যানজাইনার লক্ষণ (Symptoms of Angina) 
১. উরঃফলক বা স্টার্নামের (sternum) পিছনে বুকে ব্যথা হওয়া।

২. ব্যায়াম বা অন্য শারীরিক কাজে,মানসিক চাপ, অতি ভোজন, শৈত্য বা আতংকে বুকে ব্যথা হতে পারে।
 ব্যথা ৫–৩০ মিনিট স্থায়ী হয়।

৩. অ্যানজাইনা গলা, কাধ, চোয়াল, বাহু, পিঠ এমনকি দাঁতেও ছড়াতে পারে।

৪. অনেক সময় ব্যথা কোথা থেকে আসছে তা বোঝা যায় না।

৫. বুকে জ্বালাপোড়া, চাপ, নিষ্পেষণ বা আড়ষ্ট ভাব সৃষ্টি হয়ে অস্বস্তির প্রকাশ ঘটায়।

৬. বুকে ব্যথা ছাড়াও হজমে গন্ডগোল ও বমিভাব হতে পারে।

৭. ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া কিংবা দম ফুরিয়ে হাঁপানো দেখা দিতে পারে। 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion